ক ও খ সমান অংশীদার হিসাবে গ্রহণ করল। গ ১/৫ অংশের মুনাফার অংশীদার। কিন্তু তাকে ১২,০০০ টাকার মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হল। পুরাতন অংশীদারগণ সমান অংশীদার রইল। বছর শেষে নীট মুনাফা দাঁড়ায় ৫৫,০০০ টাকা। এক্ষেত্রে বছর শেষে ক এর মুনাফার পরিমাণ কত টাকা?

  • ২১,৫০০ টাকা
যে অংশীদার ব্যবসায়ে কোন মূলধন বিনিয়োগ করে না বা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, তবে চুক্তি অনুযায়ী লাভের অংশ পায় তাকে কি বলে?
  • নাম মাত্র অংশীদার

A এবং B অংশীদার যারা ৩:২ অনুপাতে নিজেদের মধ্যে লাভ-ক্ষতি বণ্টন কের্ তারা ৩/৭ অংশ শেয়ার প্রদান করে C কে নতুন অংশীদার হিসবে গ্রহণ করল যা সে A এর নিকট হতে ২/৭ এবং B এর নিকট হতে ১/৭ অংশ পেয়েছে। বর্তমানে A ,B এবং C এর লাভ-ক্ষতির অনুপাত কত?

  • ১১:৯:১৫

মীনা ও টিনার মূলধনের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা। টিনা তার মূলধনের ১/৫ অংশ রীনার নিকট ৬০,০০০ টাকায় বিক্রয়ের সিদ্ধান্ত নিলে রীনাকে সুনাম বাবদ কত টাকা দিতে হবে?

  • ১০,০০০ টাকা

ক ও খ দুইজন অংশীদার। তারা সমান অনুপাতে মুনাফা বণ্টন করে। গ ভবিষ্যতে ২০% মুনাফার অংশীদারিত্বে কারবারে যোগদান করে। ক, খ ও গ এর নতুন মুনাফার অনুপাত কত?

  • ২:২:১

কালাম ও সালাম একটি অংশীদারি কারবারের অংশীদার। ২০০৮ এর ১লা জানুয়ারী তাদের মূলধন হিসাবের জেরসমূহ ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর দুজনই ১০% হারে সুদ পাবে এবং সালাম মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে। ২০০৮ সনের সমন্বয়ের পূর্বে নীট আয় ছিল ২,১৬,০০০ টাকা।

২০০৮ সনের শেষে কালামের মূলধনের জের কত হবে?

  • ২,১২,০০০টাকা

ক ও খ দুই জন অংশীদার। তারা ৪:৩ অনুপাতে মুনাফা বণ্টন করে। গ কে ২/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে তাদের মুনাফার নতুন অনুপাত কত হবে?

  • ১২:৯:১৪

অনু ও তনু দুই অংশীদার একটি অংশীদারি কারবারে ৩:২ হারে লাভ-ক্ষতি বন্টন করে। ২০১০ সনের ১ জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদ্বয় প্রারম্ভিক মূলধনের উপর ১০% সুদ পাবে এবং অনু মাসিক ১,০০০ টাকা বেতন পাবে। ২০১০ সনে কারবারটি ২,০০,০০০ টাকা মোট মুনাফা করে। পরিচালন খরচ (operating express) হল ৭০,০০০ টাকা ও অন্যান্য খরচ ৫,০০০ টাকা।

২০১০ সনের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত?

  • ১,০০,০০০টাকা

তওফিক ও নাফিস দুজন অংশীদার যাদের ১/১/২০০৬ তারিখে মূলধন হিসাবে জের ছিল যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা। ২০০৬ সনে ব্যবসায়ে মোট মুনাফা (মূলধনের উপর সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে) হয়েছিল ১,০০,০০০ টাকা। ২০০৬ সনে তওফিক ২২,০০০ টাকা ও নাফিস ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হবে। মুনাফার বাকী অংশ দুজনের মধ্যে সমান অংশে ভাগ করা হবে।

এ সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে?

  • ৯৩,০০০টাকা এবং ৯৭,০০০টাকা