সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৪২৪)
বিক্রয় খাতে আয় ৪,০০,০০০ টাকা, বিক্রয়কৃত পণ্যেল খরচ ৩,১০,০০০ টাকা, পরিচালন ব্যয় ৬,০০০ টাকা হলে মোট লাভ কত হবে?
২০০৮ সালে সমাপনী মজুদ ৬,০০০ টাকা বেশী এবং প্রারম্ভিক মজুদ ২,০০০ টাকা কম দেখানো হলে, ২০০৮ সালের মোট মুনাফা কম বেশী কত হবে?
প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ২৩,৫০০ টাকা, বিক্রত পণ্যের ক্রয়মূল্য ১,১৬,০০০ টাকা। ক্রয়কৃত পণ্যের ব্যয় কত?
মাসুদ ও মামুন দুইজন অংশীদার। ২০০৭ সালের জানুয়ারি মাসে তাদের মূলধনের পরিমাণ ছিল, ২০,০০০ ও ২২,৫০০ টাকা। ঐ বছর নীট মুনাফার (সমন্বয় করার পর) পরিমাণ দাঁড়ায় ১৮,০২০ টাকা। উক্ত বছরে মাসুদ ৮,০০০ ও মামুন ১০,০০০ টাকা বেতন পায়। এছাড়া প্রারম্ভিক মূলধনের উপর তারা ২৫% হারে সুদ পাবে। নীট মুনাফার তাদের মধ্যে সমান হারে ভাগ করা হবে।
বছর শেষে তাদের সমাপনী মূলধনের জের মাসুদ ও মামুন যথাক্রমে কত হবে?
হিউসল, লক্ষ্মী, সফিক ও হিউবার্ড তাদের লাভ-ক্ষতি ৪:৩:১ হারে বণ্টন করে। লক্ষ্মী অবসর গ্রহনের পর তাদের নতুন অনুপাত দাঁড়ায় ৪:৩:২। তাদের লাভের অনুপাত কত?
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে কিন্তু ব্যবস্থাপনায় অংশ গ্রহণ করে না, কেবল মুনাফা ভোগ করে তাকে কি বলে?