সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৪২৫)
ক ও খ এর লাভ-ক্ষতি বণ্টনের হার ২:৩। তারা গ কে এক পঞ্চমাংশ লাভ-ক্ষতি প্রদানের শর্তে নতুন অংশীদার গ্রহণ করল। ক ও খ এর ত্যাগ অনুপাত কত হবে?
হাসান ও রবি একটি ব্যবসায়ের অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টিত হয় ৩:২ অনুপাতে। ব্যবসায়ের মোট লাভ ২৪,০০০ টাকা হলে রবি এর লাভ কত?
জিতু ও অপর্না একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। জিতু প্রতি মাসের ১৫ তারিখে কারবার হতে ২,৫০০ টাকা উত্তোলন করে। তার উত্তোলনের উপর, ১,১২৫ টাকা সুদ হলে, সুদের হার কত?
সফিক, উৎফল ও হিউবার্টের লাভ-ক্ষতি অনুপাত ৩:১:১। ২০০৩ সালে তাদের নীট লাভ ৯০,০০০ টাকা হলে সফিকের লাভের পরিমাণ কত?
রবিউল ও শিউলি একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের ২০০৩, ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালের ৩১ শে ডিসেম্বর সমাপ্ত হিসাব বর্ষে নীট মুনাফা যথাক্রমে ২৪,০০০ টাকা, ৩৬,০০০ টাকা, ২৮,০০০ টাকা ও ৩২,০০০ টাকা। তাদের বড় বিনিয়োজিত মূলধন ১,৭৫,০০০ টাকা।
অতি মুনাফার ৪ গুণ সুনাম বাবদ মূল্যায়ণের সিদ্ধান্ত হারে সুনাম কত হবে, যখন প্রত্যাশিত মুনাফার হার ১০%?
কামাল ও পাটোয়ারী দুই জন অংশীদার যারা ২:১ অনুপাত লাভ-লোকসান বণ্টন করে নিতো। তারা অজয়কে দুই পঞ্চমাংশ লাভ দিবে, এই শর্তে কারবারে নতুন অংশীদার হিসেবে নিয়োগ করল।
এ ক্ষেত্রে এদের ত্যাগ অনুপাত কত হবে?