‘ক’ ও ‘খ’ একটি অংশীদারি ফার্মের অংশীদার, যারা মুনাফা ৩:২ অনুপাতে ভাগ করে। ১ জানুয়ারি ২০০৬ তারিখে মূলধনের জের ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর ১০% হারে সুদ প্রদান করা হয় এবং খ-কে মাসে ১,০০০ টাকা বেতন প্রদান করা হয়। ৩১শে ডিসেম্বর ২০০৬ তারিখে খ-এর মূলধনের জের দাঁড়িয়েছে ১,১৬,০০০ টাকায়।

২০০৬ সনের মোট মুনাফার পরিমাণ টাকায় কত ছিল?

  • ১,৭২,০০০টাকা

কমিশন পরবর্তী নীট লাভের উপর অংশীদার ‘ন’ এর জন্য নির্ধারিত ৫% কমিশন বাবদ সে ১,০০০ টাকা পেল। সে ‘ঢ’ এবং ‘ত’ এর সাথে সমঅংশীদার। অংশীদারী কারবারের লাভের অংশ বাবদ ‘ন’ কত টাকা পাবে?

  • ৬,৬৬৭টাকা

A ও B সমঅংশীদার হিসেবে ১ জানুয়ারী, ২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা, উত্তোলন ছিল A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২:১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫ সালে কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয়। তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।

উত্তোলনের পূর্বে লাভ এবং সুদ বাবদ A দুই বছরে অংশীদারী কারবার থেকে কত টাকা পেয়েছে?

  • ২,২১৫টাকা

A ও B সমঅংশীদার হিসেবে ১ জানুয়ারী, ২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা, উত্তোলন ছিল A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২:১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫ সালে কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয়। তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।

২০০৪ সালে A ও B-এর মূলধনের সুদ কত টাকা ছিল?

  • ১৫০টাকা ও ২০০টাকা

A ও B সমঅংশীদার হিসেবে ১ জানুয়ারী, ২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা, উত্তোলন ছিল A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২:১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫ সালে কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয়। তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।

ডিসেম্বর ৩১, ২০০৪ তারিখে A ও B-এর মূলধনের জের কত টাকা ছিল?

  • ৩,৩০০টাকা ও ৪,৪০০টাকা

A ও B সমঅংশীদার হিসেবে ১ জানুয়ারী, ২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা, উত্তোলন ছিল A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২:১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫ সালে কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয়। তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।

২০০৫ সালে A ও B এর মূলধনের সুদ কত টাকা?

  • ১৬৫টাকা ও ২২০টাকা

A ও B সমঅংশীদার হিসেবে ১ জানুয়ারী, ২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা, উত্তোলন ছিল A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২:১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫ সালে কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয়। তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।

৩১ শে ডিসেম্বর, ২০০৫ তারিখে A ও B-এর মূলধনের জের কত টাকা?

  • ৪,০৬৫টাকা ও ৪,৯২০টাকা

মামুন ও মারুফ একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। উক্ত কারবারের নীট মুনাফা ৫৭,০০০ টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেত যথাক্রমে ১৫,০০০ টাকা ও ১২,০০০ টাকা। বাকী মুনাফা যদি ৬০:৪০ অনুপাতে তাদের মধ্যে বণ্টন করা হয় তবে মামুন ও মারুফ যথাক্রমে টাকায় কত পাবে?

  • ৩৩,০০০টাকা ও ২৪,০০০টাকা

দুইজন অংশীদারের মুনাফার বণ্টন অনুপাত ৫:২। তৃতীয় জনকে ১/৩ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায় নতুন অংশীদার হিসবে গ্রহণ করলে মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত?

  • ১০:৪:৭

ক ও খ দুইজন অংশীদার। তারা ৪:৩ অনুপাতে মুনাফা বণ্টন করে। গ কে ২/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে তাদের মুনাফার নতুন অনুপাত কত হবে?

  • ১২:৯:১৪

ক ও খ অংশীদারদ্বয়ের প্রারম্ভিক মূলধন যথাক্রমে ৪০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা। লাভ-ক্ষতি ভাগা-ভাগি হয় নিম্নরূপে: প্রারম্ভিক মূলধনের উপর ২০% হারে সুদ, ক ও খ এর বেতন যথাক্রমে ১০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা, বাকি অংশ ২:৩ অনুপাত হারে। ৩০,০০০ টাকা নীট আয় ভাগ করলে ক এর অংশের প্রাপ্য কত হবে?

  • ১৬,০০০ টাকা

ক ও খ দুজন অংশীদার ৭:৫ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। তারা গ কে নতুন অংশীদার গ্রহ্রণ করল এবং ৫:৩:২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনে চুক্তিবদ্ধ হল। ক ও খ এর ত্যাগ অনুপাত নির্ণয় কর?

  • ৫:৭

মতিন, যতিন, রথিন, একটি অংশীদারি কারবারে যথাক্রমে ৪:২:১ হারে মুনাফা ও ক্ষতি বন।টনের ভিত্তিতে ব্যবসা করছে। মতিন রথিনকে বছরে ১০,০০০ টাকা মুনাফা দেয়অর নিশ্চয়তা দেয়। উক্ত বছরে মোট ৫৬,০০০ টাকা মুনাফা হয়। উক্ত বৎসরে যতিনের প্রাপ্য মুনাফার পরিমাণ কত?

  • ১৬,০০০ টাকা

কিং ও রে একটি ফার্মের অংশীদার। তাদের চুক্তি অনুসারে কিং বেতন বাবদ বৎসরে পাবে ৮,৪০০ টাকা এবং রে পাবে ৬,০০০ টাকা। তারা বৎসরে প্রারম্ভিক মূলধনের উপর ১০% হারে সুদ পাবে। অবশিষ্ট মুনাফা সমান হারে ভাগ করবে। তাদের প্রারম্ভিক মূলধন ছিল কিং ২৮,০০০ টাকা ও রে ২৪,০০০ টাকা। উক্ত বছরের নীট মুনাফা বেতন ও সুদ পূর্বে ২২,০০০ টাকা।

বৎসরে শেষে তাদের মূলধন হিসাবের জের কত হবে?

  • কিং ৪০,৪০০ টাকা ও রে ৩৩,৬০০ টাকা

বিক্রম ও আকরাম দুজন অংশীদার যাদের ০১/০১/১৯৯৫ তারিখে মূলধন হিসাবের জের ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা, ১৯৯৫ সনে ব্যবসায়ের মোট মুনাফা মূলধনের উপর সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে ১,০০,০০০ টাকা। ১৯৯৫ সনে বিক্রম ২২,০০০ টাকা ও আক্রাম ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হবে। মুনাফার বাকি অংশ দুজনের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।

এ সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে?

  • ৯৩,৫০০ টাকা ও ৯৬,৫০০ টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

২০০৬ সালে সবুজের উত্তোলনের সুদ কত টাকা?

  • ৩৫০টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

২০০৭ সালের সফিক ও সবুজের মূলধনের জের কত?

  • ৫০,৭৫০টাকা ও ৫৩,৬৫০টাকা