ক ও খ দুইজন অংশীদার। তারা ৪:৩ অনুপাতে মুনাফা বণ্টন করে। গ কে ২/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে তাদের মুনাফার নতুন অনুপাত কত হবে?

  • ১২:৯:১৪

ক ও খ অংশীদারদ্বয়ের প্রারম্ভিক মূলধন যথাক্রমে ৪০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা। লাভ-ক্ষতি ভাগা-ভাগি হয় নিম্নরূপে: প্রারম্ভিক মূলধনের উপর ২০% হারে সুদ, ক ও খ এর বেতন যথাক্রমে ১০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা, বাকি অংশ ২:৩ অনুপাত হারে। ৩০,০০০ টাকা নীট আয় ভাগ করলে ক এর অংশের প্রাপ্য কত হবে?

  • ১৬,০০০ টাকা

ক ও খ দুজন অংশীদার ৭:৫ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। তারা গ কে নতুন অংশীদার গ্রহ্রণ করল এবং ৫:৩:২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনে চুক্তিবদ্ধ হল। ক ও খ এর ত্যাগ অনুপাত নির্ণয় কর?

  • ৫:৭

মতিন, যতিন, রথিন, একটি অংশীদারি কারবারে যথাক্রমে ৪:২:১ হারে মুনাফা ও ক্ষতি বন।টনের ভিত্তিতে ব্যবসা করছে। মতিন রথিনকে বছরে ১০,০০০ টাকা মুনাফা দেয়অর নিশ্চয়তা দেয়। উক্ত বছরে মোট ৫৬,০০০ টাকা মুনাফা হয়। উক্ত বৎসরে যতিনের প্রাপ্য মুনাফার পরিমাণ কত?

  • ১৬,০০০ টাকা

কিং ও রে একটি ফার্মের অংশীদার। তাদের চুক্তি অনুসারে কিং বেতন বাবদ বৎসরে পাবে ৮,৪০০ টাকা এবং রে পাবে ৬,০০০ টাকা। তারা বৎসরে প্রারম্ভিক মূলধনের উপর ১০% হারে সুদ পাবে। অবশিষ্ট মুনাফা সমান হারে ভাগ করবে। তাদের প্রারম্ভিক মূলধন ছিল কিং ২৮,০০০ টাকা ও রে ২৪,০০০ টাকা। উক্ত বছরের নীট মুনাফা বেতন ও সুদ পূর্বে ২২,০০০ টাকা।

বৎসরে শেষে তাদের মূলধন হিসাবের জের কত হবে?

  • কিং ৪০,৪০০ টাকা ও রে ৩৩,৬০০ টাকা

বিক্রম ও আকরাম দুজন অংশীদার যাদের ০১/০১/১৯৯৫ তারিখে মূলধন হিসাবের জের ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা, ১৯৯৫ সনে ব্যবসায়ের মোট মুনাফা মূলধনের উপর সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে ১,০০,০০০ টাকা। ১৯৯৫ সনে বিক্রম ২২,০০০ টাকা ও আক্রাম ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হবে। মুনাফার বাকি অংশ দুজনের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।

এ সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে?

  • ৯৩,৫০০ টাকা ও ৯৬,৫০০ টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

২০০৬ সালে সবুজের উত্তোলনের সুদ কত টাকা?

  • ৩৫০টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

২০০৭ সালের সফিক ও সবুজের মূলধনের জের কত?

  • ৫০,৭৫০টাকা ও ৫৩,৬৫০টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

সবুজের ২০০৬ সালের ৩১ শে ডিসেম্বর মুনাফার অংশ কত?

  • ৬,০০০টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

উত্তোলনের পূর্বে লাভ ও সুদ বাবদ সফিক দুই বছরে মোট কত টাকা পেয়েছে?

  • ৩৩,০৭৫টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

উত্তোলনের পূর্বে সুদ ও লাভ বাবদ সবুজ দুই বছরে মোট কত টাকা পেয়েছে?

  • ২৮,৫৩৬টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

দুই বছরে সফিকের মোট উত্তোলন ও উত্তোলনের সুদের পরিমাণ একত্রে কত টাকা?

  • ১৫,৭৫০টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।
২০০৬ সালের শেষে সবুজের মূলধনের জের কত টাকা ছিল?

  • ৫৩,৬৫০

সোহানা, শাপলা এবং শালুক একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ লোকসান বণ্টনের অনুপাত ৪:৩:২। বছরের মাঝামাঝি সময়ে শাপলা ব্যবসায় থেকে অবসর গ্রহণ করলে, সোহানা এবং শালুক অনুপাত কত?

  • ২:১

মি. সচিন একটি অংশীদারী ব্যবসায়ের অংশীদার। যিনি একটি নির্দিষ্ট হার সুদ সারা বছর যাবত মাসের মাঝামাঝি সময়ে ৩০০০ টাকা করে ব্যবসায় হতে উত্তোলন করেন। তার হিসাবে উত্তোলনের সুদ বাবদ ৯০০ টাকা হিসাবভুক্ত হলে, সুদের হার কত?

  • ৫%

সাকিব এবং সাদাত একটি অংশীদারি ব্যবসায়ে অংশীদার যাদের লাভ-হিসাবের ক্রেডিট ব্যালেন্স ২,৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে সাকিব কমিশন চার্জের পরবর্তী নীটলাভের উপর ৫% কমিশন পাবে। সাকিবের কমিশন কত?

  • ১১,৯০৪.৭৬

৫:৩ অনুপাতের লাভ লোকসান বণ্টন করার শর্তে ক ও খ কসমস এন্টারপ্রাইজেস এর অংশীদার। তারা ১/৬ ভাবে লাভ-লোকসান দেওযা শর্তে গ কে নতুন অংশীদার কর। নতুন লাভ লোকসান বণ্টন অনুপাত হল ৩:২:১। নিম্নোক্ত অনুপাতগুলোর মধ্যে ত্যাগ অনুপাত কোনটি?

  • ৩:১

ক, খ ও গ একটি কারবারের সমান অংশীদার্ খ অবসর নিল। তার সুনাম হল ৯,০০০ টাকা। অবশিষ্ট অংশীদারগণ ৩:২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের নতুন শর্তে ব্যবসা চালানোর সিদ্ধান্ত নিল। প্রতিষ্ঠানের নতুন বইতে সুনাম দেখাতে হবে না। নিম্নোক্ত অনুপাত গুলি হতে লাভের অনুপাত বের কর?

  • ৪:১

রহিম এবং করিম একটি ব্যবসায়ের দুইজন অংশীদার। তারা ৪:১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের চুক্তিতে আবদ্ধ। আলীমকে তারা এই ব্যবসায় ২/৫ অংশ শেয়ার দিয়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। আলীম সুনাম বাবদ ৫০,০০০ টাকা এবং মূলধন বাবদ ৫০,০০০ টাকা প্রদান করেছে।

প্রদত্ত অনুপাতগুলো হতে রহিম, করিম ও আলীমের নতুন লাভ-ক্ষতি বণ্টন অনুপাত চিহ্নিত কর?

  • ১২:৩:১০