জনাব সিহাবের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্ত ছিল নিম্নরূপ: ব্যাংক জমা ২০,০০০ টাকা, বেতন ১২,০০০ টাকা, কমিশন ৮,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা, অগ্রিম ভাড়া ১০,০০০ টাকা।
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
ক্রেডিট ভাউচারে কয় জনের স্বাক্ষর থাকে?
কোন হিসাবটি রেওয়ামিলে দেখানো হয় না?
অগ্রিম শিক্ষানবিস সেলামি প্রাপ্তি রেওয়ামিলের কোন পাশে অন্তর্ভুক্ত হবে?
মি. জয় প্রতিষ্ঠানের কনিষ্ঠ হিসাবরক্ষক। তিনি অগ্রিম খরচ ও বকেয়া আয় সংক্রান্ত লেনদেনগুলো হিসাবভুক্ত করেন। বছর শেষে মি. জয়ের হিসাবভুক্ত অগ্রিম খরচ ও বকেয়া আয় কোন উদ্বৃত্ত প্রকাশ করবে?
নগদান বইয়ের ব্যাংক কলামে যা ডেবিট করা হয় ব্যাংক বিবরণীতে তা কী করা হয়?
ব্যাংক জমাতিরিক্তের ওপর সুদ ধার্য করা হলে ব্যাংক তা কীভাবে লিপিবদ্ধ করে?
নগদান বই প্রস্তুত করা হয় কেন?
কোন লেনদেনের বিপরীত দাখিলা হবে?
জনাব আনিছ ৫% বাট্টা পেয়ে ৩০,০০০ টাকার চকলেট ক্রয় করেন যার ৬০% বাকিতে। দুইঘরা নগদান বইয়ে কী হবে?
বাট্টা প্রদান করেন কে?
দ্বৈতসত্তা বলতে কী বুঝায়?
সঞ্চিতি কোন ধরনের হিসাব?
বাজারে নতুন পণ্য চালু করার জন্য বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ কোন ধরনের লেনদেন?
২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন বৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা কী বলে গণ্য হবে?
কম্পিউটার ক্রয়/পণ্য ক্রয়/বেতন প্রদান/ভাড়া প্রদান – কোনটি মূলধনজাতীয় লেনদেন?
বিগত ও পরবর্তী বছরের আয় ও ব্যয় কোনটিতে দেখানো হয় না?
রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
দায়/মালিকানা স্বত্ব/দায় ও মালিকানা স্বত্ব/ব্যয় ও সম্পদ – কোনটি বৃদ্ধি পেলে ডেবিট হবে?
খতিয়ানের উদ্বৃত্ত কখন নির্ণয় করা হয়?
জাবেদাকে হিসাবের সহকারী বই বলার কারণ-