মুসা একটি ব্যাংক থেকে ৪৫০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক ৮% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। কত বছর পর মোট মুনাফার পরিমাণ ২৫২০ টাকা হবে?
নোট
মুসা একটি ব্যাংক থেকে ৪৫০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক ৮% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। ৭ বছর পর মোট মুনাফার পরিমাণ ২৫২০ টাকা হয়।
ব্যাখ্যাঃ
১০০ টাকায় ১ বছরের মুনাফা ৮ টাকা,
সুতরাং, ১ টাকায় ১ বছরের মুনাফা (৮ ÷ ১০০) টাকা
সুতরাং, ৪৫০০ টাকায় ১ বছরের মুনাফা (৮ X ৪৫০০) ÷ ১০০ = ৩৬০ টাকা
সুতরাং, ৩৬০ টাকা মুনাফা হয় ১ বছরে
সুতরাং, ১ টাকা মুনাফা হয় (১ ÷ ৩৬০) বছরে
সুতরাং, ২৫২০ টাকা মুনাফা হয় (১ X ২৫২০) ÷ ৩৬০ = ৭ বছরে।
সুতরাং, ৭ বছর পর মোট মুনাফার পরিমাণ ২৫২০ টাকা হবে।