রহিম বাজার থেকে ৫ লিটার দুধ এবং ২ লিটার ২ ডেসিলিটারের ৫ বোতল খাবার পানি কিনল। দুধ ও পানির পরিমাণের সমষ্টিকে ডেসিলিটারে প্রকাশ করলে কত হবে?

  • ১৬০ ডেসিলিটার।

একজন দর্জির কাছে ৩২৫ সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং এ কাপড় দিয়ে ১৩টি শার্ট তৈরি করতে চান। কাপড়ের পারিমাণকে মিটারে প্রকাশ করলে ১২টি শার্ট তৈরি করতে তার কী পরিমাণ কাপড় লাগবে?

  • ৩ মিটার।