বিদ্যামালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ৩০ জন বালক ও ৪২ জন বালিকা রয়েছে। বালক ও বালিকাদের সর্বাধিক কয়টি দলে সমানভাবে ভাগ করা যাবে?
নোট
৩০ ও ৪২ এর গসাগু-ই হবে দলের সংখ্যা।
সুতরাং, গসাগু : ২ X ৩ = ৬
সুতরাং, ৬ টি দলে ভাগ করা যাবে।