বার্ষিক ২০% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছরে ২০০০ টাকা মুনাফা দিলে, বার্ষিক মুনাফা ১৫% হলে কত টাকা মুনাফা দিতে হতো?
নোট
বার্ষিক ২০% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছরে ২০০০ টাকা মুনাফা দিলে, বার্ষিক মুনাফা ১৫% হলে ১৫০০ টাকা মুনাফা দিতে হতো।
ব্যাখ্যাঃ
বার্ষিক মুনাফার হার ২০ টাকা হলে,
সুতরাং, বার্ষিক মুনাফা ২০০০ টাকা
সুতরাং, আসল = (বার্ষিক মুনাফা X ১০০) ÷ বার্ষিক মুনাফার হার
সুতরাং, আসল = (২০০০ X ১০০) ÷ ২০ = ১০০০০ টাকা
আবার,
বার্ষিক মুনাফার হার ১৫ টাকা হলে,
সুতরাং, বার্ষিক মুনাফা = (আসল X বার্ষিক মুনাফার হার) ÷ ১০০
সুতরাং, = (১০০০ X ১৫) ÷ ১০০ = ১৫০০ টাকা।
সুতরাং, বার্ষিক মুনাফা ১৫% হলে ১৫০০ টাকা মুনাফা দিতে হতো।
Mahfuza sultana
আপনাদের কে অনেক ধন্যবাদ,, আমি উপকৃত হয়েছি।
Shah Alom
MCQ Academy ওয়েবসাইটটি সম্পর্কে আপনার বন্ধু-বান্ধব ও ছোট ভাই-বোনদের সাথে কথা বলুন যাহাতে তাহারাও উপকৃত হয়। আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Mehedy Sazzat
আপনাকেও অনেক ধন্যবাদ! আপনাদের প্রয়োজনে সবসময় সাহায্য করতে প্রস্তুত আছি।