ডানপাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোন খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। সম্পূ্র্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে?
নোট
এখানে,
আয়তাকার মেঝের দৈর্ঘ্য ৪২ মিটার এবং আয়তাকার মেঝের প্রস্থ ৩৬ মিটার।
আয়তাকার মেঝের ক্ষেত্রফল = আয়তাকার মেঝের দৈর্ঘ্য X প্রস্থ = (৪২ X ৩৬) = ১৫১২ বর্গমিটার।
কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার
কার্পেটের ক্ষেত্রফল = কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য X কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য = (৬ X ৬) = ৩৬ বর্গমিটার
সুতরাং,
সম্পূ্র্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কার্পেট লাগবে (১৫১২ X ৩৬) টি = ৪২ টি।