চারটি লাইট প্রথমে একত্রে জ্বলার পর লাল রঙের লাইট ৬ মিনিট, হলুদ রঙের লাইট ৯ মনিট, নীল রঙের লাইট ১২ মিনিট এবং সবুজ রঙের লাইট ১৫ মিনিট পর পর জ্বলে। লাইটগুলো সন্ধ্যা ৭ টায় একত্রে জ্বললে নূন্যতম কয়টার সময় পুনরায় একত্রে জ্বলবে?
নোট
সুতরাং, ৬, ৯, ১২ ও ১৫ লসাগু যত নূন্যতম ততো মিনিট পর লাইটগুলো আবার একত্রে জ্বলবে।
সুতরাং, লসাগু : ২ X ৩ X ৩ X ২ X ৫ = ১৮০
আতএব, নূন্যতম ১৮০ মিনিট পর লাইটগুলো আবার একত্রে জ্বলবে।
আমরা জানি,
৬০ মিনিট = ১ ঘন্টা
১ মিনিট = ১ ÷ ৬০ ঘন্টা
১৮০ মিনিট = (১৮০ ÷ ৬০) = ৩ ঘন্টা
সুতরাং, লাইটগুলো সন্ধ্যা ৭ টায় একত্রে জ্বললে, পুনরায় একত্রে জ্বলবে রাত (৭ + ৩) টায় অর্থাৎ রাত ১০ টায়।