কোনো স্থানে ১০ জনের বেশি শিক্ষাথী আছে। একজন শিক্ষক ৪২ টি কলা, ৮৪ টি বিস্কুট এবং ১০৫ টি চকলেট কোন অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষাথীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারেবেন?
নোট
শীক্ষাথীর সংখ্যা হচ্ছে ৪২, ৮৪, এবং ১০৫ এর গসাগু যত তত জন।
সুতরাং, ৪২, ৮৪ এবং ১০৫ এর গসাগু = ৩ X ৭ = ২১
২১ জন শিক্ষাথীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারেবেন।