কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য ৮ সে.মি. এবং প্রস্থ ৬ সে.মি.। আমরা টাইলগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন?
নোট
নির্ণেয় বর্গক্ষেত্রটির একবাহুর দৈর্ঘ্য হবে ৮ ও ৬ এর লসাগু যত তত সে.মি.।
সুতরাং, লসাগু : ২ X ৪ X ৩ = ২৪
নির্ণেয় বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ২৪ সে.মি.।
সুতরাং, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (২৪ X ২৪) = ৫৭৬ বর্গ সে.মি.
প্রতিটি টাইলসের ক্ষেত্রফল (৮ X ৬) = ৪৮ বর্গ সে.মি.
সুতরাং, টাইলসের প্রয়োজন (৫৭৬ ÷ ৪৮) = ১২ টি।