এক ব্যক্তি ব্যাংক থেকে ৪ বছরের জন্য ৭% হারে ৮০০০ টাকা ঋণ নিলেন। ১ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে?
নোট
এক ব্যক্তি ব্যাংক থেকে ৪ বছরের জন্য ৭% হারে ৮০০০ টাকা ঋণ নিলেন। ১ বছর পর তাকে ৫৬০ টাকা মুনাফা দিতে হবে।
ব্যাখ্যাঃ
১০০ টাকায় ১ বছরের মুনাফা ৭ টাকা,
সুতরাং, ১ টাকায় ১ বছরের মুনাফা (৭ ÷ ১০০) টাকা
সুতরাং, ৮০০০ টাকায় ১ বছরের মুনাফা (৭ X ৮০০০) ÷ ১০০ = ৫৬০ টাকা।
সুতরাং, ১ বছর পর তাকে ৫৬০ টাকা মুনাফা দিতে হবে।