একজন বিক্রেতা এক ঝুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করলেন। আমের বিক্রয় মূল্য কত?
নোট
একজন বিক্রেতা এক ঝুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করলেন। আমের বিক্রয় মূল্য ১৩২০ টাকা।
ব্যাখ্যাঃ
ধরি, আমের ক্রয়মূল্য ১০০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ১০) = ১১০ টাকা।
সুতরাং, আমের ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
সুতরাং, আমের ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ ÷ ১০০) টাকা
সুতরাং, আমের ক্রয়মূল্য ১২০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ X ১২০০) ÷ ১০০ = ১৩২০ টাকা।
সুতরাং, আমের বিক্রয় মূল্য ১৩২০ টাকা।