উপরের একটি আয়তাকার মেঝের কোন খালি জায়গা না রেখে ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট হবে। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ নির্ণয় কর।
নোট
আয়তাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে ১০৫ মিটার ও ৮৪ মিটার।
সুতরাং, ১০৫ ও ৮৪ এর গসাগু-ই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য।
সুতরাং, ১০৫ ও ৮৪ এর গসাগু = ৩ X ৭ = ২১
বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহওমটির এক বাহুর দৈর্ঘ্য ২১ মিটার।