ভিপিএসে পাসওয়ার্ড দিয়ে লগইন ডিজেবল করা

ভিপিএসে পাসওয়ার্ড দিয়ে লগইন ডিজেবল করার ধাপ সমূহ

সাধারনত ভিপিস এ ssh key দিয়ে এক বা একাধিক মেশিন থেকে এক্সেস এনাবল করা থাকলে অন্য কোন মেশিন ( যা ssh key এনাবল নয় ) থেকে এক্সেস করতে গেলে পাসওয়ার্ড প্রয়োজন হয়। প্রয়োজনভেদে বাড়তি সিকিউরিটির জন্য ভিপিএস এ পাসওয়ার্ড দিয়ে লগইন ডিজেবল করার দরকার হতে পারে, সেক্ষেত্রে ভিপিএস কনফিগারে যারা আমার মতো একেবারেই নতুন – তারা এই টিউটরিয়ালটি অনুসরন করতে পারেন।

ধাপ ১: প্রথমেই আমাদের নিশ্চিত হতে হবে আমরা পাসওয়ার্ড ছাড়া আমাদের মেশিন থেকে ssh key ( ~/.ssh/id_rsa.pub ) এর মাধ্যমে ভিপিএস এ এক্সেস করতে পারছি।

ধাপ ২: nano /etc/ssh/sshd_config কমান্ড দিয়ে ন্যানো এডিটরের মাধ্যমে /etc/ssh/sshd_config ফাইলটিকে এডিট করবো। #PasswordAuthentication yes এর লাইনটিকে এডিট করে PasswordAuthentication no করে সেইভ করি।

বিঃ দ্রঃ আমার এই ভিপিএসে debian 9 ইনষ্টল করা আছে। ভিপিএসে ইনষ্টল করা অপরেটিং সিস্টেমের উপর ভিত্তি করে /etc/ssh/sshd_config ফাইলের নাম ও পাথ ভিন্ন হতে পারে। যেমনঃ Linux Mint 19 অপারেটিং সিস্টেমে /etc/ssh/ssh_config ফাইলটিকে এডিট করার প্রয়োজন হবে।

ধাপ ৩: এবার sshd সার্ভিসকে রিষ্টার্ট করার জন্য service sshd restart কমান্ডটি এক্সিকিউট করি।

ধাপ ৪: কাজ শেষ! এখন ssh key দিয়ে এক্সেস এনাবল করা হয়নি এমন কোন মেশিন থেকে এক্সেস করার চেষ্টা করলে পাসওয়ার্ড চাওয়ার পরিবর্তে Permission denied (publickey) জাতীয় এ্যারর ম্যাসেজ দেখাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।