ভিপিএসে পাসওয়ার্ড দিয়ে লগইন ডিজেবল করার ধাপ সমূহ

সাধারনত ভিপিস এ ssh key দিয়ে এক বা একাধিক মেশিন থেকে এক্সেস এনাবল করা থাকলে অন্য কোন মেশিন ( যা ssh key এনাবল নয় ) থেকে এক্সেস করতে গেলে পাসওয়ার্ড প্রয়োজন হয়। প্রয়োজনভেদে বাড়তি সিকিউরিটির জন্য ভিপিএস এ পাসওয়ার্ড দিয়ে লগইন ডিজেবল করার দরকার হতে পারে, সেক্ষেত্রে ভিপিএস কনফিগারে যারা আমার মতো একেবারেই নতুন – তারা এই টিউটরিয়ালটি অনুসরন করতে পারেন।

ধাপ ১: প্রথমেই আমাদের নিশ্চিত হতে হবে আমরা পাসওয়ার্ড ছাড়া আমাদের মেশিন থেকে ssh key ( ~/.ssh/id_rsa.pub ) এর মাধ্যমে ভিপিএস এ এক্সেস করতে পারছি।

ধাপ ২: nano /etc/ssh/sshd_config কমান্ড দিয়ে ন্যানো এডিটরের মাধ্যমে /etc/ssh/sshd_config ফাইলটিকে এডিট করবো। #PasswordAuthentication yes এর লাইনটিকে এডিট করে PasswordAuthentication no করে সেইভ করি।

Continue reading “ভিপিএসে পাসওয়ার্ড দিয়ে লগইন ডিজেবল করার ধাপ সমূহ”

কিভাবে ভিপিএসে SSH Key যুক্ত করার পর পাসওয়ার্ড ছাড়াই ভিপিএস এক্সেস করা যায়?

আমি আমার ওয়েবসাইটগুলোর জন্য সাধারনত cPanel বেইজড হোষ্টিং সার্ভার ব্যবহার করে অভ্যস্থ। রিসেন্টলি VPSDime এর একটা বিশেষ অফারে ছোট একটা প্যাকেজ কিনি, যাহাতে এই ভিপিএসটিতে প্রাথমিক কিছু অভিজ্ঞতা অর্জন করে ধীরে ধীরে cPanel বেইজড হোষ্টিং সার্ভার ব্যবহার করার পরিবর্তে সকল সাইটগুলো ভিপিএস সার্ভারে নিয়ে যেতে পারি।

আমি এই টিউটরিয়ালটি লেখা এবং ভিপিএস সার্ভার কনফিগারের অভিজ্ঞতার জন্য যে ডেস্কটপটিতে বা মেশিনটিতে কাজ করছি তাতে লিনাক্স মিন্ট অপারেটিং সিস্টেম সেটাপ দেয়া আছে। আমি আশা করছি, ডেবিয়ান বেইজড যে কোন লিনাক্স অপারেটিং সিস্টেমে থেকেই এই টিউটরিয়ালটি ফলো করে কাজ করতে পারবেন। চলুন কিভাবে ভিপিএসে SSH Key যুক্ত করার পর পাসওয়ার্ড ছাড়াই ভিপিএস এক্সেস করতে পারি তা ধাপে ধাপে বর্ননা করি –

ধাপ ১: ভিপিএস সার্ভারে ssh key যুক্ত করার জন্য প্রথমে আমাদের মেশিনে ~/.ssh/id_rsa.pub ফাইলটি আছে কি-না তা জানতে হবে। যদি থাকে টারমিনালের একটি ট্যাবে cat ~/.ssh/id_rsa.pub কমান্ডটি রান করে ফাইলে থাকা কন্টেন্টগুলো দেখতে পাবো। এবার এই কন্টেন্টগুলো কপি করে নেই।

Continue reading “কিভাবে ভিপিএসে SSH Key যুক্ত করার পর পাসওয়ার্ড ছাড়াই ভিপিএস এক্সেস করা যায়?”