দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট ১০,০০০ টাকা। এ বছর আরও ১৫,০০০ টাকা অবচয় সঞ্চিতি ধরা হল। একজন দেনাদার থেকে ১৩,০০০ টাকা আর পাওয়া যাবে না। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের টাকায় কত হবে?

  • ১২,০০০ টাকা ক্রেডিট

মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছরই মেশিনের ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে। পদ্ধতির কোন পরিবর্তন করে না। এ প্রয়োগ হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল?

  • সামঞ্জস্যতা

ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল ৪,৮০০ টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে ১,৪৮০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান একটি ৬০০ টাকার চেক একজনকে দিয়েছে যা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবত ৩০০ টাকা দেখিয়েছে।

ব্যাংক পাশ বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল?

  • ৬,৫৮০ টাকা
কোনটি সত্য নয়?
  • অদৃশ্যমান ঘটনা লেনদেন হতে পারে না
  • ভবিষ্যতে ঘটতে পারে এমন কোন ঘটনাকে লেনদেন হিসাবে গণ্য করা যায়
  • প্রামাণ্য দলিল ছাড়াও লেনদেন হিসেবে গণ্য হয়
  • আর্থিক পরিবর্তন তিন ধরনের হতে পারে
সড়ক দুর্ঘটনায় কোম্পানীর ব্যবস্থাপক মারা যাওয়ায় আকবর এন্ড সন্স এর সাথে ৫ কোটি টাকার চুক্তি সই হয় নাই, এটির ফলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলেছে?
  • হিসাব সমীকরণে কোন প্রভাব পড়ে নি