ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?
Topic: মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন
মুনাফাজাতীয় লেনদেনের ক্ষেত্রে-
i. স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায়
ii. টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় হয়
iii. নিয়মিত সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে যায় তাকে কী বলে?
বাজারে নতুন পণ্য চালু করার জন্য বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ কোন ধরনের লেনদেন?
২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন বৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা কী বলে গণ্য হবে?
কম্পিউটার ক্রয়/পণ্য ক্রয়/বেতন প্রদান/ভাড়া প্রদান – কোনটি মূলধনজাতীয় লেনদেন?