নগদান বইয়ের, জাবেদার, খতিয়ানের, বিশদ আয় বিবরণীর – কোন হিসাবের জের টানা হয় না?
Topic: জাবেদা
ক্রয় ফেরত জাবেদা/ক্রয় জাবেদা/ বিক্রয় ফেরত জাবেদা/বিক্রয় জাবেদা – কোনটি ক্রেডিট নোটের সাহায্যে লেখা হয়?
পাওনালিপি প্রেরণ করা হয় কার নিকট?
জাবেদাকে হিসাবের সহকারী বই বলার কারণ-
যে সকল লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেই সকল লেনদেনগুলো লিপিবদ্ধ হয়-
ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায় –
জাবেদা কত প্রকার?
বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?
বিশেষ জাবেদাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
সাধরন জাবেদার ছকে কয়টি ঘর/কলাম থাকে?
জাবেদা কয় প্রকার?
কোন জাতীয় ঘটনা জাবেদায় লিপিবদ্ধ করা হয়?
বিশেষ জাবেদা প্রস্তুত করা হলে কোনটি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ হয়?
বিক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হয় কোথায়?
প্রদেয় বিল জাবেদার যোগফল স্থানান্তরিত হয় কোন দিকে?
ক্রেডিট নোট ইস্যু করলে অন্তর্ভূক্ত হবে কোন জাবেদায়?
ধারে সরঞ্জাম বা সম্ভার ক্রয় লিপিবদ্ধ হয় কোন জাবেদায়?
ক্রয় ও বিক্রয় জাবেদায় অন্তর্ভূক্ত হয় কোথায়?
বিক্রয় জাবেদার সর্বোত্তম ব্যাখ্যা কোনটি?
ক্রেতাদের নিকট বিলে স্বীকৃতি পেলে লিপিবদ্ধ হবে কোথায়?
সরবরাহকারীদের বিলে স্বীকৃতি দেওয়া হলে লিপিবদ্ধ হবে কোথায়?
একটি L + U মেশিন ক্রয় করা হল ১০,০০,০০০ টাকায়। ভ্যাট এর জন্য আমদানি শুল্ক প্রদান ১০,০০০ টাকা, পরিবহন খরচ ২০,০০০ টাকা। যার ভিতর ৭,০০০ টাকা গাড়িতে ওঠানোর মজুরী অন্তর্ভূক্ত। মেশিন হিসাবে ডেবিট করতে হবে কত টাকা?