শুধুমাত্র লাভ হলে লভ্যাংশ পায়, লাভ না হলে পরবর্তীতে লভ্যাংশ দাবী করা যায় না কোথায়?
Topic: কোম্পানি হিসাব বিষয়ক নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অধিহার হিসাবের সঞ্চিতি অর্থ ব্যয় করা হয় কোথায়?
অনুমোদিত মূলধন ৮,০০,০০০ টাকা, তলবী মূলধন৫,৬০,০০০ টাকা, অনাদায়ী ১০,০০০ টাকা। ১৫% হারে লভ্যাংশ প্রদান করতে হলে লভ্যাংশে পরিমাণ কত হবে?
গোপন সঞ্চিতি প্রদর্শন করা হয় কোথায়?
রাইট শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে?
নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় কারা?
কোম্পানির ক্ষেত্রে লাভ-ক্ষতি বণ্টন হিসাবে কোনটি দেখানো হয় না?
ইকুইটি বলতে বোঝায়?
একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা দরে ১,০০,০০০ শেয়ার। কোম্পানিটি ৩০,০০০ শেয়ার ৩,৬০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়অর ৬,৫০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয়।
শেয়ার প্রিমিয়ামের টাকা কত?
বাজেয়াপ্তকৃত শেয়ার পুণ: বিলির ক্ষেত্রে অবহার সংক্রান্ত ক্ষতি পূরণ করা হয় কোন হিসাব থেকে?
কোনটি পরিমেলবন্ধের বিষয় নয়?
শেয়ার আবেদনের টাকা ফেরত প্রদানের জন্য নীচের কোন জাবেদা লিখনটি লিপিবদ্ধ করা হয়?
কোনটি কোম্পানির দায়?
কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী কোনটি আর্থিক বিবরণী নহে?
একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা হারে ১০০,০০০ শেয়ার। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩৭০,০০০ টাকা এবং ৫০,০০০ শেয়ার ৬৪০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সবটাকা আদায় হলে প্রিমিয়ামের টাকা কত?
বাজেয়াপ্ত শেয়ারের উদ্বৃত্ত স্থানান্তর করা হয় কোন হিসাবে?
একটি কোম্পানির বাট্টায় শেয়ার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার বাট্টার হার কত?
শেয়ার মূলধনের যে অংশটুকু বিলোপ সাধনের সময় তলব করা হয় তাকে কি বলে?
কোন বিষয়টি পরিমেলবন্ধের বিষয় নহে?
বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে?
কোম্পানি আইনের ধারা অনুযায়ী শেয়ার বিলির কত দিনের মধ্যে শেয়ার সনদ প্রদান করতে হয়?
১লা অক্টোবর ২০০৯ তারিখে একটি কোম্পানি বার্ষিক ৯% হার সুদে ৪ মাস সময়ের জন্য ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। ৩১শে ডিসেম্বর ২০০৯ তারিখে প্রস্তুতকৃত এক বছরের লাভ-লোকসান বিবরণীতে সুদের পরিমাণ কত?