কোম্পানি মূলধনের অসমমূল্যের অংশ বিশেষকে কি বলা হয়?
                            
            
                        
                    Topic: কোম্পানি হিসাব বিষয়ক নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
                                    কোম্পানির ইস্যুকৃত শেয়ার ও ঋণপত্র বিলির নিশ্চয়তা প্রদান করে/দায়িত্ব যে গ্রহণ করে তাকে কি বলে?
                            
            
                        
                    
                                    কোম্পানির দুটি সাধারণ সভার মধ্যে ব্যবধান/পার্থক্য হতে পারে কত মাসের?
                            
            
                        
                    
                                    কোনটি স্টকের বৈশিষ্ট নয়?
                            
            
                        
                    
                                    কোম্পানির অগ্রাধিকার শেয়ার হল মূলত কি?
                            
            
                        
                    
                                    ডিবেঞ্চার হোল্ডারগণ মূলত কোম্পানির কি?
                            
            
                        
                    
                                    কোম্পানির গঠনের সময় শেয়ার বিক্রয় করে সর্বোচ্চ যে মূলধন সংগ্রহ করতে পারে তাকে কি বলে?
                            
            
                        
                    
                                    পাবলিক লি. কোম্পানির জন্য শেয়ার বিক্রয় করা কি?
                            
            
                        
                    
                                    বিলিকৃত মূলধনের যে অংশ প্রদান করার জন্য শেয়ার গ্রহীতাকে বলা হয়নি তাকে কি বলে?
                            
            
                        
                    
                                    অগ্রীম তলবের উপর সুদ দেয়া যেতে পারে যদি পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে, এতে সুদ কত % এর বেশি হতে পারবে না?
                            
            
                        
                    
                                    বিলিকৃত মূলধনের যে অংশ কোম্পানি বিলোপ সাধনের আগ পর্যন্ত তলব করা হয় না তার নাম কি?
                            
            
                        
                    
                                    আদায়কৃত মূলধন তলবী মূলধনের চেয়ে কি হতে পারে?
                            
            
                        
                    
                                    ন্যুনতম যে পরিমাণ শেয়ার বিক্রয় করা গেলে কোম্পানি পূর্ণভাবে শেয়ার বিক্রি করতে অগ্রসর হতে পারে তাকে কি বলা হয়?
                            
            
                        
                    
                                    কোম্পানির শেয়ার মূল্য প্রতিটি ১০০ টাকা কিন্তু ১১০ টাকার শেয়ার ইস্যু করলে মূলধন হিসাবে কত টাকা লিখতে হবে?
                            
            
                        
                    
                                    শেয়ার অধিহার/প্রিমিয়ামের হার হতে পারে সর্বোচ্চ কত হতে পারে?
                            
            
                        
                    
                                    অবহার/বাট্টার সর্বোচ্চ হার কত?
                            
            
                        
                    
                                    শেয়ার মূল্য ১০০ টাকা ৯০ টাকায় শেয়ার ইস্যু করা হলে মূলধন হিসাবে লিপিবদ্ধ হবে কত টাকা?
                            
            
                        
                    মোট শেয়ার সংখ্যা ৮০,০০০ টাকা, আবণ্টনে ৫/= (৩ টাকা অধিহারে) আবন্টনে ৩২০ টি শেয়ার ব্যতীত সমূদয় টাকা পাওয়া গেল। শেয়ার মূলধন হিসেবে কত টাকা লিখতে হবে?
                                    শেয়ার ইস্যুর ক্ষেত্রে প্রদত্ত বাট্টা কোন ধরণের ব্যয়?
                            
            
                        
                    
                                    শেয়ার বাজেয়াপ্ত করা হলে কোন মূলধন হ্রাস পায়?
                            
            
                        
                    
                                    শেয়ার অধিহার কোথায় দেখানো হয়?
                            
            
                        
                    
                                    মূলধনের সুদ নির্ণয় করার সময় অনাদায়ী তলবকে মূলধনের হিসাব হতে কি করতে হয়?
                            
            
                        
                    