মেহেদী ট্রেডার্স এর ২০০৫ সালের দেনাদার ছিল ১,০০,০০০ টাকা এবং কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ১২,০০০ টাকা। দেনাদারের উপর ৭.৫% হারে কু-ঋণ ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি রাখার সিদ্ধান্ত হলে, কু-ঋণ হিসাবেরর জের কত টাকা হবে বা কু-ঋণ হিসাবে কত টাকা দেখাতে হবে?

  • ১৯,৫০০ টাকা

সাকিব ট্রেডার্স এর ২০০৩ সালের দেনাদারের পরিমাণ ২১,৫০০ টাকা, উক্ত বছরের ১ তারিখে দেনা সঞ্চিতির ক্রেডিট জের ১,০০০ টাকা। এ বছর বিবিধ দেনাদারের উপর অনাদায়ী সঞ্চিতি ৫০০ টাকা (দ্বারা) বৃদ্ধি কর। নতুন অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ কত?

  • ১,৫০০ টাকা

মি. তুহিন একজন এক মালিকানা কারবারী। ২০০৫ সালের দেনাদারের উপর সে ১০% হারে অনাদায়ী দেনা, ৫% হারে অনাদায়ী দেনা ও সন্দেহজনক অনাদায়ী- দেনা সঞ্চিতি এবং ২% হারে বাট্টা সঞ্চিতি ধার্য করার পর বাট্টা সঞ্চিতিরি সাংখ্যিক মূল্য দাড়ায় ৫১৩ টাকা।

তাহলে ঐ বছরের মি. তুহিনের দেনাদারের পরিমাণ কত ছিল?

  • ৩০,০০০ টাকা

কোন প্রকার কু-ঋণ সমন্বয় করার পূর্বে দি. মর্নিং স্টার লি. এর দেনাদারের পরিমাণ ৪৫,০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ২,৪৫০ টাকা, এবং কু-ঋণ ২,৫০০ টাকা। দেনাদারের উপর ১০% হারে কৃ-ঋণ সঞ্চিতি এবং ৭.৫% হারে বাট্টা সঞ্চিতি ধার্যের সিদ্ধান্ত হলে, বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

  • ২,৮৬৮.৭৫ টাকা

VCC লি. এর বছর শেষে বিবিধ দেনাদার ৫০,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ২,৫০০ টাকা। সারা বছর কু-ঋণ হয়েছে ১,০০০ টাকা। দেনাদারের উপর ৮% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত হলে, লাভ-লোকসান হিসাবে কত টাকা দেখাতে হবে?

  • ২,৫০০ টাকা

মি. শাহেদ একজন এক মালিকানা ব্যবসায়ী। ২০০৫ সালে তিনি যদি মোট দেনাদারের উপর ১৫% হারে অনাদায়ী দেনা, ৭.৫% হারে অনাদায়ী ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এবং ৫% হারে বাট্টা সঞ্চিতি রাখেন এতে তার বাট্টা সঞ্চিতির পরিমাণ দাড়ায় ১৯,৬৫৬.২৫ টাকা, তবে তার মোট দেনাদারের পরিমাণ কত?

  • ৫,০০,০০০ টাকা

বিখ্যাত SHIUL & RABI জুয়েলার্স এর ২০০৩ সালের প্রাপ্য হিসাবের জের ১,৬০,০০০ টাকা। সারা বছর কু-ঋণ ধার্য করা হয় ১৪,০০০ টাকা। প্রাপ্য হিসাবের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি রাখার সিদ্ধান্ত গৃহীত হলে, কু-ঋণ সঞ্চিতির অতিরক্তি পরিমাণ কত?

  • ২২,০০০ টাকা

নিম্ন লিখিত সমন্বয় জাবেদা লিখনটির জন্য সর্বোত্তম ব্যাখ্যা নির্বাচন কর? কু-ঋণ খরচ হিসাব ডেবিট ৬৩৫ টাকা; কু-ঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট ৬৩৫ টাকা।

  • কু-ঋণ সঞ্চিতি

১৯৯৭ সনের জানুয়ারি মাসে মোট দেনাদার হিসাবের জের ছিল ১,৫০,০০০ টাকা। ১৯৯৩ সনে ২৫,০০০ টাকা কু-ঋণ হয়ে যায়। ১৯৯৩ সনের শেষে দেনাদারের উপর ১৫% হারে কু-ঋণ সঞ্চিতি রাখতে হবে।

এ ব্যাপারে ১৯৯৩ সনের মুনাফার বিপরীতে কত টাকা বাদ দিতে হবে?

  • ৪৩,৭৫০ টাকা

কোন প্রকার কু-ঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে ২০,৫০০ টাকা। কু-ঋণ সঞ্চিতি ১,৮৫০ টাকা। কু-ঋণ ৫০০ টাকা, দেনাদারদের উপর ১০% কু-ঋণসঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি হিসাবে ধার্য করা হয়। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

  • ৯০০

১৯৯৬ সনের ৩১ ডিসেম্বর তারিখে দেনাদার এবং সন্দেহজনক কৃ-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ৬,০০০ টাকা। ১৯৯৬ সনের কু-ঋণের পরিমাণ দাঁড়ায় ৪,০০০ টাকা।

সন্দেহজনক ঋণের জন্য ৫% হারে সঞ্চিতি রাখতে হবে। কু-ঋণ সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত?

  • ৫,৫০০ টাকা

১৯৯৮ সনের জানুয়ারী ১লা তারিখে সন্দেহজনক কু-ঋণ সঞ্চিতির জের ছিল ১০,০০০ টাকা। এ বছর কু-ঋণের পরিমাণ ছিল মোট ১৮,০০০ টাকা এবং পূর্ববর্তী বছরে কু-ঋণকৃত ৫,০০০ টাকা পুণরুদ্ধার করা হয়। সারা বছর মোট ধারে বিক্রয়ের পরিমাণ ছিল ১০,০০,০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতির হার শতকরা ২ ভাগ।

বছরান্তে কু-ঋণ সঞ্চিতি হিসাবের জের কত হবে?

  • ১৭,০০০ টাকা

একটি মাসের নীট বিক্রয় ৮,০০,০০০ টাকা এবং কু-ঋণসঞ্চিতি নীট বিক্রয়ের উপর ১.৫% হারে ধরতে হবে। মাসের প্রারম্ভে কু-ঋণ সঞ্চিতি হিসাবে ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা। মাসের শেষে কু-ঋণসঞ্চিতির জের কত হবে?

  • ২৭,০০০ টাকা

শহীদ লি: এর প্রাপ্য হিসাবেরে জের ২০০১ সালের শেষে ছিল ১,০০,০০০ টাকা, কু-ঋণ ছিল ৫,০০০ টাকা, ২০০১ সালের ১লা জানুয়ারী কু-ঋণ সঞ্চিতি ৩,০০০ টাকা, ২০০১ সালের শেষে প্রাপ্য হিসাবের উপর ৪% সঞ্চিতি রাখতে হবে। লাভ-ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে?

  • ৬,০০০ টাকা

একটি জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবে ৩,০০০ টাকা ডেবিট করে কু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। যদি পুরাতন কু-ঋণ সঞ্চিতি ২,৯২৫ টাকা, কু-ঋণ ৩,৫০০ টাকা এবং দেনাদারের উপর ৫% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তবে দেনাদারের প্রাথমিক অংক টাকায় কত ছিল?

  • ৫২,০০০

কোন প্রকার কু-ঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে ২০,৫০০ টাকা। কু-ঋণ সঞ্চিতি ৫৫০ টাকা। দেনাদারদের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি হিসাবে ধার্য করা হয়। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

  • ৯০০

দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট ১০,০০০ টাকা। এ বছর আরও ১৫,০০০ টাকা অবচয় সঞ্চিতি ধরা হল। একজন দেনাদার থেকে ১৩,০০০ টাকা আর পাওয়া যাবে না। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের টাকায় কত হবে?

  • ১২,০০০ ক্রেডিট

একটি ফার্মের রেওয়ামিলে সন্দেহজনক দেনাদার সঞ্চিতির জের ছিল ১৫,০০০ টাকা। মোট দেনাদার হিসাব ১,৭৭,৫০০ টাকার মধ্যে ৭,৫০০ টাকা কু-ঋণ হয়। হিসাবকাল শেষে মোট দেনাদারের উপর ৭% হারের সমান কু-ঋণ ও সন্দেহজনক সঞ্চিতি রাখতে হবে। এ বাবদ এই হিসাবকালে মুনাফার বিপরীতে কত টাকা চার্জ করতে হবে?

  • ৪,৪০০ টাকা