ABC Ltd. এর যন্ত্রপাতি হিসাবে ১৯৮৭ সালের ১লা জানুয়ারীতে ডেবিট জের ছিল ১,৪৭,৩৯০ টাকা। কোম্পানি এই যন্ত্রপাতিটি ১৯৮৪ সালে জানুয়ারি মাসে ক্রয় করে এবং তখন থেকেই ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। কিন্তু ১৯৮৭ সালে কোম্পানি অবচয় নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং অবচয় হার অপরিবর্তীত রেখে সরল রৈখিক পদ্ধতিতে তা ১৯৮৪ সাল হতে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৭ সালে ৫০,০০০ টাকার অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করা হয়।

১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর হিসাব বৎসর সমাপ্ত হলে নতুন পদ্ধতি কার্যকর করার ফলে কত টাকা অবচয় বেশী দেখানো যাবে?

  • ১৫,৩৯০ টাকা

একটি সরঞ্জাম (Equipment) তিন বছর আগে ৫০,০০০ টাকায় কেনা হয়। সরল রৈখিক পদ্ধতিতে বাৎসরিক ১৫% হারে অবচয় ধার্য করা হয়। তৃতীয় বছর শেষে সরঞ্জামাদি ২৫,০০০ টাকায় বিক্রয় করা হয়।

এই বিক্রয়ে কত টাকা মুনাফা বা ক্ষতি হল?

  • ২৭,৫০০ টাকা ক্ষতি

একটি যন্ত্র ১৯৮৯ সনের ১লা জানুয়ারী তারিখে ক্রয় করা হয় এবং বাৎসরিক ১২% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ১৯৯০ সনের অবচয় ও ১৯৯২ সনের ১লা জানুয়ারী তারিখে যন্ত্রটির নীট লিখিতমূল্য যথাক্রমে কত হবে?

  • ৮,৪৪৯ ও ৫৪,৫১৭ টাকা

একটি প্রতিষ্ঠা ৩,২০০ টাকার একটি যন্ত্র ক্রয় করে। ইহার বাৎসরিক ২৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়িত হবে। ২ বৎসর পরে হিসাবের বইয়ে কত লিখিতমূল্য বাকী থাকবে?

  • ১,৮০০ টাকা

একটি মেশিনের মূল্য ১০,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ১,০০০ টাকা এবং ৩য় বৎসরের রক্ষণাবেক্ষণ খরচ ২০০ টাকা হরে ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে মেশিনটির ৩য় বৎসরের অবচয় কত?

  • ৮১০ টাকা