A এবং B দুইজন অংশীদার ৭:৫ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। তারা C কে নতুন অংশীদার হিসেবে আনলে নতুন অনুপাত হলো ৫:৩:২। A এবং B এর ত্যাগ অনুপাত কত?
Topic: অংশীদারি কারবার
অংশীদারি কারবারে অংশীদারদের মধ্যে প্রধানত: কিসের ভিত্তিতে লাভ বণ্টিত হয়?
রহিম ও করিম একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের লাভ লোকসানের অনুপাত ৩:২। তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ৳ ৮,০০,০০০ ও ৳ ৪,০০,০০০। তাদের উত্তোলন ছিল যথাক্রমে ৳ ৩৬,০০০ এবং ২৪,০০০। মূলধনের উপর ৫% হারে ও উত্তোলনের উপর ২% হারে সুদ ধরার পূর্বে লাভ ৳ ১০,৮০,০০০ হলে রহিমের মুনাফার পরিমাণ কত?
একটি ফার্মের নীট মুনাফা ৫,০০০ টাকা হলে এবং করের হার ৪০% হলে কর পূর্ব মুনাফা কত?
অংশীদারদের উত্তোলনের উপর সুদের হার কত?
একটি ফার্মের নীট মুনাফা এ বছর ১,০০০ টাকা হলে এবং কর হার ৪০% হলে, কর-পূর্ব মুনাফা কত?
দুই জন অংশীদারের মূলধনের অনুপাত ৫:২। তৃতীয় একজনকে ১/৪ অংশ মূলধন বিনিয়োগের শর্তে ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মূলধনের নতুন অনুপাত কত হবে?
ক ও খ দুজন অংশীদার লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ৮:৫। গ-কে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করায় তাদের নতুন অনুপাত দাঁড়ায় ৬:৪:৩। ক ও খ এর ত্যাগকৃত অনুপাত কত?
পরিবর্তনশীল মূলধন হিসাব রাখা হয় এমন পদ্ধতিতে অংশীদারদের মুনাফার অংশ কি করা হয়?