রাম ও রহিম একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের মূলধনের পরিমান ৪০,০০০ ও ২০,০০০ যথাক্রমে। জন কে ব্যবসায়ের ছয় ভাগের এক অংশ লাভের জন্য ১২,০০০ টাকা মূলধন আনার শর্তে ব্যবসায়ে যোগ দিল। রাম, রহিম ও জন এর নতুন লাভ-লোকসান অনুপাত যথাক্রমে ৩:২:১। তারা নতুন অনুপাত অনুসারে মূলধন সংরক্ষন করবে।

রাম ও রহিমের নতুন মূলধন কত টাকা?

  • ৩৬,০০০টাকা ও ২৪,০০০টাকা

ক, খ ও গ তিন জন অংশীদার। প্রত্যেক মাসের প্রথম দিনে যথাক্রমে ৬০০, ৩০০ ও ২০০ টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ১০% হলে ক, খ ও গ এর বছরে মোট প্রদেয় সুদ কত হবে?

  • ৭১৫.০০টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

২০০৭ সালে সফিক ও সবুজ এর উত্তোলনের উপর সুদের পরিমাণ কত?

  • ৫০০টাকা ও ৪০০টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

২০০৭ সালে সফিকের মূলধনের সুদের পরিমাণ কত টাকা?

  • ৫,০৭৫টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

২০০৭ সালে সবুজের মূলধনের সুদের পরিমাণ কত টাকা?

  • ৫,৩৬৫টাকা

ক, খ ও গ তিনজন অংশীদার। প্রত্যেক মাসের প্রথম দিনে যথাক্রমে ৬০০,৩০০ ও ২০০ টাকা করে মোট উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ১০% হলে ক, খ ও গ এর বছরে মোট প্রদেয় সুদ কত টাকা হবে?

  • ৭১৫.০০ টাকা

ক ও খ সমান অংশীদার হিসাবে গ্রহণ করল। গ ১/৫ অংশের মুনাফার অংশীদার। কিন্তু তাকে ১২,০০০ টাকার মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হল। পুরাতন অংশীদারগণ সমান অংশীদার রইল। বছর শেষে নীট মুনাফা দাঁড়ায় ৫৫,০০০ টাকা। এক্ষেত্রে বছর শেষে ক এর মুনাফার পরিমাণ কত টাকা?

  • ২১,৫০০ টাকা
যে অংশীদার ব্যবসায়ে কোন মূলধন বিনিয়োগ করে না বা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, তবে চুক্তি অনুযায়ী লাভের অংশ পায় তাকে কি বলে?
  • নাম মাত্র অংশীদার