Topic: অংশীদারি কারবার
ক ও খ এর লাভ-ক্ষতি বণ্টনের হার ২:৩। তারা গ কে এক পঞ্চমাংশ লাভ-ক্ষতি প্রদানের শর্তে নতুন অংশীদার গ্রহণ করল। ক ও খ এর ত্যাগ অনুপাত কত হবে?
হাসান ও রবি একটি ব্যবসায়ের অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টিত হয় ৩:২ অনুপাতে। ব্যবসায়ের মোট লাভ ২৪,০০০ টাকা হলে রবি এর লাভ কত?
জিতু ও অপর্না একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। জিতু প্রতি মাসের ১৫ তারিখে কারবার হতে ২,৫০০ টাকা উত্তোলন করে। তার উত্তোলনের উপর, ১,১২৫ টাকা সুদ হলে, সুদের হার কত?
সফিক, উৎফল ও হিউবার্টের লাভ-ক্ষতি অনুপাত ৩:১:১। ২০০৩ সালে তাদের নীট লাভ ৯০,০০০ টাকা হলে সফিকের লাভের পরিমাণ কত?
রবিউল ও শিউলি একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের ২০০৩, ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালের ৩১ শে ডিসেম্বর সমাপ্ত হিসাব বর্ষে নীট মুনাফা যথাক্রমে ২৪,০০০ টাকা, ৩৬,০০০ টাকা, ২৮,০০০ টাকা ও ৩২,০০০ টাকা। তাদের বড় বিনিয়োজিত মূলধন ১,৭৫,০০০ টাকা।
অতি মুনাফার ৪ গুণ সুনাম বাবদ মূল্যায়ণের সিদ্ধান্ত হারে সুনাম কত হবে, যখন প্রত্যাশিত মুনাফার হার ১০%?
কামাল ও পাটোয়ারী দুই জন অংশীদার যারা ২:১ অনুপাত লাভ-লোকসান বণ্টন করে নিতো। তারা অজয়কে দুই পঞ্চমাংশ লাভ দিবে, এই শর্তে কারবারে নতুন অংশীদার হিসেবে নিয়োগ করল।
এ ক্ষেত্রে এদের ত্যাগ অনুপাত কত হবে?
A- এর মূধন ৩৫,০০০ টাকা ও B-এর মূলধন ২৫,০০০ টাকা। তারা AB ফার্মের সম অংশীদার। নতুন অংশীদার হিসেবে C যোগ দিল। C এর মূলধন হবে A ও B এর সমন্বিত মূলধনের এক তৃতীয়াংশ। Cএর মূলধনের পরিমাণ কত টাকা?
আমি এবং তুমি ‘আমরা’ অংশীদারি ফার্মের সম অংশীদার। অংশীদারি মূলধন হিসাব করে আমি এর মূলধন ৩৫,০০০ টাকা এবং তুমি এর মূলধন ২৫,০০০ টাকা। সে নতুন অংশীদার হিসেবে যোগ দিল। সে এর মূলধন হবে ব্যবসায়ের মোট মূলধনের এক চতুর্থাংশ।
সে এর মূলধনের পরিমাণ কত?