একটি ঝুড়িতে ১৫০ টি আম আছে। এরূপ ১০ টি ঝুড়িতে আম থেকে সুমনকে ৪৭৫ টি এবং রুনাকে ৫৭৫ টি আম দেওয়া হলো। বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো। তাদের তিন জনের আমের গড় কত?
  • ৫০০ টি।
একটি ঝুড়িতে ১৫০ টি আম আছে। এরূপ ১০ টি ঝুড়িতে আম থেকে সুমনকে ৪৭৫ টি এবং রুনাকে ৫৭৫ টি আম দেওয়া হলো। বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো। অনামিকা কত ঝুড়ি আম পেল?
  • ৩ টি।
একটি ঝুড়িতে ১৫০ টি আম আছে। এরূপ ১০ টি ঝুড়িতে আম থেকে সুমনকে ৪৭৫ টি এবং রুনাকে ৫৭৫ টি আম দেওয়া হলো। বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো। অনামিকা কতটি আম পেল?
  • ৪৫০ টি।
একটি দোকানে ডিসেম্বর মাসের প্রথম পনেরো দিনের গড়ে ৪১ কেজি, পরের পনেরো দিনে গড়ে ৩৪ কেজি এবং শেষ দিনে ২২ কেজি চাউল বিক্রি হলো। শেষ দিনে ৫৩ কেজি চাউল বিক্রি হলে, ঐ মাসে দৈনিক গড়ে কত কেজি চাউল বিক্রি হতো?
  • ৩৮ কেজি।
একটি দোকানে ডিসেম্বর মাসের প্রথম পনেরো দিনের গড়ে ৪১ কেজি, পরের পনেরো দিনে গড়ে ৩৪ কেজি এবং শেষ দিনে ২২ কেজি চাউল বিক্রি হলো। ঐ মাসে মোট কত কেজি চাউল বিক্রি হলো?
  • ১১৪৭ কেজি।
একটি দোকানে ডিসেম্বর মাসের প্রথম পনেরো দিনের গড়ে ৪১ কেজি, পরের পনেরো দিনে গড়ে ৩৪ কেজি এবং শেষ দিনে ২২ কেজি চাউল বিক্রি হলো। প্রথম পনেরো দিনে মোট কত কেজি চউল বিক্রি হলো?
  • ৬১৫ কেজি।
৭ টি টেনিস বলের মোট মূল্য ৪০৬ টাকা। প্রথম ৩ টি বলের গড় মূল্য ৫৮ টাকা এবং শেষের ৩ টি বলের গড় মূল্য ৫৫ টাকা। প্রথম ৩ টি বলের মোট মূল্য এবং শেষের ৩ টি বলের মোট মূল্যের পার্থক্য ১০ টি কলমের গড় মূল্য হলে, ঐ ১০ টি কলমের মোট মূল্য কত?
  • ৯০ টাকা।
রেজার উচ্চতা ১৪২ সেন্টিমিটার, মিনার উচ্চতা ১৪৪ সেন্টিমিটার, সিয়ামের উচ্চতা ১৩৭ সেন্টিমিটার, উজ্জ্বলের উচ্চতা ১৪৬ সেন্টিমিটার এবং তাসলিমার উচ্চতা ১৪১ সেন্টিমিটার। সবচেয়ে বেশি উচ্চতার ২ জন এবং সবচেয়ে কম উচ্চতার ২ জন শিক্ষার্থীর গড়ের পার্থক্য কত?
  • ৬ সে.মি.।
রেজার উচ্চতা ১৪২ সেন্টিমিটার, মিনার উচ্চতা ১৪৪ সেন্টিমিটার, সিয়ামের উচ্চতা ১৩৭ সেন্টিমিটার, উজ্জ্বলের উচ্চতা ১৪৬ সেন্টিমিটার এবং তাসলিমার উচ্চতা ১৪১ সেন্টিমিটার। সবচেয়ে বেশি উচ্চতার ২ জন শিক্ষার্থীর গড় কত?
  • ১৪৫ সে.মি.।
রেজার উচ্চতা ১৪২ সেন্টিমিটার, মিনার উচ্চতা ১৪৪ সেন্টিমিটার, সিয়ামের উচ্চতা ১৩৭ সেন্টিমিটার, উজ্জ্বলের উচ্চতা ১৪৬ সেন্টিমিটার এবং তাসলিমার উচ্চতা ১৪১ সেন্টিমিটার। শিক্ষার্থীদের গড় উচ্চতা কত?
  • ১৪২ সেন্টিমিটার।
একটি ঝুড়ির ২৫ টি আমের মধ্যে ৪ টি আমের ওজন যথাক্রমে ৩৯৭ গ্রাম, ৪০৫ গ্রাম, ৩৮৮ গ্রাম ও ৩৯৪ গ্রাম। গড় ওজনের ভিত্তিতে ২৫ টি আমের মোট ওজন কত?
  • ৯৯০০ গ্রাম।
৬ টি পেয়ারার ওজন যথাক্রমে ৫৮ গ্রাম, ৫০ গ্রাম, ৬০ গ্রাম, ৫২ গ্রাম, ৫৪ গ্রাম ও ৫৬ গ্রাম। ১ম ৩ টি ও শেষ ৩ টি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত গ্রাম?
  • ২ গ্রাম।