মীম এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে।

উক্ত ভুলের সংশোধনী জাবেদা দাখিলা কোনটি?

  • আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

মীম এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে।
উদ্দীপকে কোন ধরনের ভূল সংঘটিত হয়েছে?

  • নীতিগত

অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,০০০ টাকা দ্বারা কমাতে হবে। বছরের শুরুর তারিখের অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা হলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে?

  • ৪,০০০ টাকা

মিমি এন্ড কোং – এর প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স ছিল ১,০০,০০০ টাকা। বছরের শেষ দিনে রেওয়ামিল তৈরি করার সময় উক্ত টাকা কোন দিকে বসবে?

  • রেওয়ামিলের আওতার বাইরে থাকবে

রাশেদা এন্ড সন্স এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে মাল ক্রয় ৫০,০০০ টাকার স্থলে ৪৫,০০০ টাকা এবং মাল বিক্রয়ের ক্ষেত্রে ৩৫,০০০ টাকার স্থলে ৩০,০০০ টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।

রাশেদা এন্ড সন্স – এর ভুলের পরিমাণ কত?

  • ৫,০০০ টাকা

রবি এন্ড ব্রাদার্স একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্টানটি ১০% হারে মাহবুবকে ঋণ প্রদান করে ১,০০,০০০ টাকা। বছর শেষে হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করেন।
‘মাহবুবকে প্রদত্ত ঋণের সুদ’ রেওয়ামিলে কীভাবে দেখানো হবে?

  • ক্রেডিট দিকে ১০,০০০ টাকা