রায়না ট্রেডার্সের একটি বিভাগের সাপ্তাহিক উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০০ একক। কিন্তু এক সপ্তাহ পর প্রকৃত কার্যফল পরিমাপ করে দেখা গেল উৎপাদন হয়েছে ৫০০ একক।

রায়না ট্রেডার্সে কোন ধরনের বিচ্যুতি ঘটেছে?

  • নেতিবাচক

জমি ব্যবহারকারী জমিটি ব্যবহারের জন্য ৫ টাকা মালিককে সুদ ২ টাকা, মজুরি ২ টাকা, মুনাফা হিসেবে ৯ টাকা দিচ্ছে। এতে জমিটির মোট খাজনা কত প্রকাশ পেয়েছে ?

  • ১০ টাকা

বিনিয়োগ কার্যকলাপ হতে আগত নগদ, প্রাপ্তি ও প্রদান কার্যকলাপ হতে আগত নগদ, পরিচালন কার্যকলাপ হতে আগত নগদ, অর্থায়ন কার্যকলাপ হতে আগত নগদ – কোনটি ব্যবসায়ের প্রধান নগদ উৎপন্ন ক্ষমতার নির্দেশক?

  • পরিচালন কার্যকলাপ হতে আগত নগদ

জনাব সাইদুর রহমান ১,০০০ টি পণ্য প্রতিটি ২০ টাকা দরে বিক্রয় করলেন। তিনি ৫% কারবারি বাট্টা দিলেন এক্ষেত্রে চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?

  • ১৯,০০০ টাকা

ব্যাংক জমা ২০,০০০ টাকা, সমাপনী মজুদ ৩৬,০০০ টাকা, ক্রয় ১,৩৬,০০০ টাকা, বিক্রয় ২,৮৮,০০০ টাকা। মজুরি ও বেতন ২৭,৫০০ টাকা, আসবাবপত্র ৮৬,০০০ টাকা, মূলধন ১,৯০,০০০ টাকা হলে রেওয়ামিলের ডেবিট দিকে কত টাকা বসবে?

  • ২,৬৯,৫০০ টাকা