একটি মাসের নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা। মাসের শুরুতে কু-ঋণ সঞ্চিতি হিসাবের ক্রেডিট জের ছিল ২০,০০০ টাকা। ঐ মাসে কু-ঋণের পরিমাণ দাঁড়ায় ১৫,০০০ টাকা। পূর্ববর্তী মাসে কু-ঋণকৃত ৩,০০০ টাকা পুনরুদ্ধার করা হয়। নীট বিক্রয় এর উপর ৫% কু-ঋণ সঞ্চিতি ধরতে হবে।

মাস শেষে কু-ঋণ সঞ্চিতির জের কত হবে?

  • ২৮,০০০ টাকা

একটি জাবেদা দাখিলার লাভ-ক্ষতি হিসাবে ১০,০০০ টাকার ডেবিট করে কু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়।। যদি পুরাতন কু-ঋণ সঞ্চিতি ২,৫০০ টাকা, কু-ঋণ ৫,০০০ টাকা এবং দেনাদারের উপর ১০% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তবে দেনাদারের প্রাথমিক অংক টাকায় কত ছিল?

  • ৮০,০০০ টাকা

২০০৬ সালের ৩১শে ডিসেম্বর তারিখে দেনাদারের পরিমাণ ৭০,০০০ টাকা। উক্ত বছরে কু-ঋণ ছিল ৫,০০০ টাকা এবং বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৭,০০০ টাকা। দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি এবং ২% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

  • ১,৩৩০ টাকা

কু-ঋণ হিসাবভুক্ত করার পূর্বে দেনাদারের পরিমাণ ছিল ২৫,০০০ টাকা। কু-ঋণ হিসেবে গণ্য হয় ৫,০০০ টাকা। দেনাদারের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি এবং ৩% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

  • ৫৪০ টাকা

কু-ঋণ হিসাবভুক্ত করার পূর্বে দেনাদারের পরিমাণ ছিল ৪২,০০০ টাকা। কু-ঋণ হিসেবে গণ্য হয় ২,০০০ টাকা। দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি এবং ২.৫% বাট্টা সঞ্চিতির ব্যবস্থা থাকলে দেনাদারের নীট আদায়যোগ্য মূল্য কত?

  • ৩৭,০৫০ টাকা

কোহিনুর ক্যামিকেল লিমিটিড এর ২০১০ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ১২,০০,০০০ টাকা। সারা বছরে কু-ঋণের পরিমাণ দাঁড়ায ২১,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা।

বছর শেষে ৩% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে ২০১০ সালে শেষে কু-ঋণ সঞ্চিতির অতিরিক্ত জের কত?

  • ৩৬,০০০ টাকা