২০০৬ সালের ৩১শে ডিসেম্বর তারিখে দেনাদারের পরিমাণ ৭০,০০০ টাকা। উক্ত বছরে কু-ঋণ ছিল ৫,০০০ টাকা এবং বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৭,০০০ টাকা। দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি এবং ২% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৪৬৮)
কু-ঋণ হিসাবভুক্ত করার পূর্বে দেনাদারের পরিমাণ ছিল ২৫,০০০ টাকা। কু-ঋণ হিসেবে গণ্য হয় ৫,০০০ টাকা। দেনাদারের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি এবং ৩% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
কু-ঋণ হিসাবভুক্ত করার পূর্বে দেনাদারের পরিমাণ ছিল ৪২,০০০ টাকা। কু-ঋণ হিসেবে গণ্য হয় ২,০০০ টাকা। দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি এবং ২.৫% বাট্টা সঞ্চিতির ব্যবস্থা থাকলে দেনাদারের নীট আদায়যোগ্য মূল্য কত?
কোহিনুর ক্যামিকেল লিমিটিড এর ২০১০ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ১২,০০,০০০ টাকা। সারা বছরে কু-ঋণের পরিমাণ দাঁড়ায ২১,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা।
বছর শেষে ৩% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে ২০১০ সালে শেষে কু-ঋণ সঞ্চিতির অতিরিক্ত জের কত?
অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কি বোঝায়?
অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য ও স্বার্থের দিক বিচারে কত ভাগে ভাগ করা যায়?
কোনটি অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান?
মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হল কোনটি?
কোনটি NGO -এর অন্তর্গত?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি?
অব্যবসায় প্রতিষ্ঠান মূলত কি করে?
অব্যবসায়ী প্রতিষ্ঠান কোন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব সমাধান করতে কয়টি হিসাব সংরক্ষণ করে?
অব্যবসায়ীর চূড়ান্ত হিসাবে কোন বিবরণীটি তৈরি করা হয়?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় এর উদ্বৃত্ত নির্ণয়ের জন্য কি প্রস্তুত করা হয়?
সংশয় এর সঠিক উচ্চারণ কোনটি?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাবের ডেবিট উদ্বৃত্তকে কি বলা হয়?
অব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন হিসাবের পরিবর্তে কি সংরক্ষণ করা হয়?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি- প্রদান হিসাব সব সময় কি প্রকাশ করে?
প্রাপ্তি প্রদান হিসাবে কি কি বিষয়/লেনদেন অন্তর্ভুক্ত করা হয়?