৪২,০০০ টাকায় একটি কলকব্জা ক্রয় করা হয়। কলকব্জাটির আনুমানিক আয়ূষ্কাল ৬ বছর। বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতিতে উক্ত কলকব্জার ৪র্থ বছরে অবচয় কত হবে?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৪৩৯)
প্রাণ লি. ১,০০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করে। সম্পত্তিটি ০১/০২/২০১২ তারিখ হতে ব্যবহার উপযোগী করার জন্য আরো ১০,০০০ টাকা ব্যয় করে। সম্পত্তির আয়ূষ্কাল ১০ বছর। ২০১০ সালের শেষে এর অবচয় কত হবে?
একটি কোম্পানি ১লা জুলাই, ২০০৮ তারিখে ৪,০০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রপাতির প্রত্যাশিত ভগ্নাংশের মূল্য ১০,০০০ টাকা এবং প্রত্যাশিত আয়ূষ্কাল ৫ বছর।
যদি সরল রৈখিক অবচয় পদ্ধতি অনুরসরণ করা হয়, তবে ২০০৯ সালের ৩১শে ডিসেম্বর ক্রমযোজিত অবচয় হবে কত?
সান কোম্পানির পুরাতন মেশিনটির বহি মূল্য ৩৯,০০০টাকা এবং উক্ত মেশিনটির বর্তমান বাজার মূল্য ৩৫,০০০টাকা। কোম্পানিটি পুরাতন মেশিন ও নগদ ১০,০০০টাকা দিয়ে একটি নতুন মেশিন গ্রহণ করেছিল। নতুন মেশিনটির মূল্য কত ধরা হবে?
একটি মেশিন ১,০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল। মেশিনটির প্রত্যাশিত আয়ূষ্কাল ও ভগ্নাবশেষ মূল্য যথাক্রমে ৪ বছর ও ১০,০০০টাকা। অবচয় সরল রৈখিক পদ্ধতিতে ধার্য করা হয়। অবচয় এর শতকরা হার কত?
একটি মেশিনের ক্রয়মূল্য ৩,৬০,০০০টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ১২,০০০টাকা এবং বার্ষিক অবচয় ৬৯,৬০০টাকা। মেশিনটির আয়ূষ্কাল কত?
একটি দীর্ঘমেয়াদি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা, আজ পর্যন্ত মেশিনের পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২০,০০০ টাকা। যদি আজকে মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রয় করা হয় তবে লাভ বা ক্ষতির পরিমাণ কত টাকা হবে?
আসবাবপত্রের ক্রয়মূল্য ১,২০,০০০ টাকা, অবচয় সঞ্চিতি ২০,০০০ টাকা, আসবাবপত্রের বই মূল্যের ওপর ১০% হারে অবচয় ধার্য করলে, অবচয় কত হবে?
সরল রৈখিক পদ্ধতিতে ৭ বছরের আয়ূষ্কাল সম্পন্ন একটি সম্পত্তির বার্ষিক অবচয় ৫০০০ টাকা। সম্পত্তির ক্রয় মূল্য ৪০,০০০ টাকা হলে এর ভগ্নাবশেষ মূল্য কত টাকা হবে?
একটি মেশিনের ক্রয়মূল্য ৮,০০০ টাকা, সংস্থপান ব্যয় ৩,০০০ টাকা, ক্রমহ্রাসমান অবচয় হার ১০% হলে, ২য় বছরের অবচয় কত?
৪৫,০০০ টাকায় একটি যন্ত্রপাতির পরিবহন ব্যয় ২,১০০ টাকা ও স্থাপন খরচ ৬,০০০ টাকা। যন্ত্রটির আনুমানিক জীবনকাল ৫ বছর ও অনুমিত অবশিষ্ট মূল্য ৯,০০০ টাকা হলে সরল রৈখিক পদ্ধতিতে বাৎসরিক অবচয় কত হবে?
প্রাণ কোম্পানি জানুয়ারি ১,২০০৬ সালে ৪,০০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রটির আনুমানিক জীবনকাল ৫ বৎসর ও অনুমিত অবশিষ্ট মূল্য ১০,০০০ টাকা। সরল রৈখিক পদ্ধতিতে ডিসেম্বর ৩১,২০০৮ সালে পুঞ্জিভুত অবচয়ের পরিমাণ কত হবে?
ABC কোম্পানি ১-১-২০১০ তারিখে একটি মেশিন ক্রয় করে এবং ১০% ক্রম হ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। ৩১-১২-২০১২ তারিখে মেশিনের অবচয় ৮,১০০ টাকা ধার্য করা হল। মেশিনটির ক্রয়মূল্য কত?