সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৪৩৭)
দুই বছর পূর্বে ২০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করা হয়, যার আয়ূষ্কাল ধরা হয় ৫ বছর। বর্তমানে মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রয় করা গেলে লাভ হবে কত টাকা?
একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা। অবচয়ের হার বার্ষিক ১০%। পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে, আসবাবপত্রটি ক্রয় করা হয় কবে?
৪ বছর আগে ২০,০০০ টাকায় একটি কম্পিউটার ক্রয় করা হয়, যার আয়ূষ্কাল ধরা হয়েছিল ৫ বছর। কম্পিউটারটি বর্তমানে ৭ হাজার টাকায় বিক্রয় করা গেল, লাভ বা লোকসান কত টাকা হবে?
আসবাবপত্রের ক্রয়মূল্য ২,০০,০০০ টাকা, পরিবহন খরচ ১০,০০০ টাকা এবং ভ্যাট ৩০,০০০ টাকা, বার্ষিক ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ৩য় বর্ষের অবচয়ের পরিমাণ কত?
দুই বছর আগে ৩০,০০০ টাকায় একটি কম্পিউটার কেনা হয়, যার আয়ূষ্কাল ধরা হয় ৫ বছর। বর্তমানে কম্পিউটারটির পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ১৮,০০০ টাকা। কম্পিউটারটি কেনা হয়েছিল কবে?
৪২,০০০ টাকা একটি কলকব্জা ক্রয় করা হল। কলকব্জাটির আনুমানিক আয়ূষ্কাল ৬ বছর। বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতিতে উক্ত কলকব্জার ৪র্থ বছরে অবচয় কত হবে?
১/১/২০০৮ তারিখে মি. ক ৬,৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করল। মেশিন স্থাপন খরচ বাবদ ২৫,০০০ টাকা ব্যয় হয়। ২০% অবচয় হিসাব করে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০১০ সালে অবচয় কত হবে?
২০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করা হল। অনুমান করা হচ্ছে মেশিনের আয়ু ৪ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। স্থির কিস্তি পদ্ধতিতে ৪র্থ বছরে অবচয় কত টাকা?
একটি যন্ত্র ১লা জানুয়ারি ২০০৪ তারিখে ১,০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল যার সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা, আয়ূষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা ধরা হয়েছিল। সরল-রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা ধরা হয়েছিল।
সরল-রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে এবং ২০০৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখে ঐ যন্ত্রটি ৮০,০০০ হাজার টাকায় বিক্রয় করা হলে লাভ/ক্ষতির পরিমাণ কত হবে?
২০০০ সালের ১লা জানুয়ারী তারিখে একটি মেশিন ক্রয় করা হয়, যার মূল্য ৫,০০,০০০ টাকা ও আয়ূষ্কাল ১০ বছর। অবচয় ধার্যের ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করা হয়।
২০০৫ সালের ৩০শে জুন তারিখে মেশিনটি ১,৯০,০০০ টাকায় বিক্রয় করা হয়, এ বিক্রয়ের ফলে লাভ/ক্ষতি কত হয়?
মেশিন ক্রয় ৫০,০০০ টাকা, পরিবহন খরচ ২০০ টাকা, স্থাপন খরচ ২,০০০ টাকা, বার্ষিক লাইসেন্স ফি ১,০০০ টাকা, এ ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে?
ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে একটি আসবাবপত্রের অবচয় ধরতে হবে যার ক্রয়মূল্য ৪,০০০ টাকা ও অবচয়ের হার বার্ষিক ৫%। চতুর্থ বছর শেষে পুঞ্জিভূত অবচয় ও আসবাবপত্রের অবলিখিত মূল্য কত হবে?
একটি সম্পত্তির প্রাথমিক মূল্য ১০,০০০ টাকা, স্ক্র্যাপমূল্য ১,০০০ টাকা এবং কার্যকরী জীবন ২০ বছর হইলে বার্ষিক অবচয়ের হার কত?
ABC লি. ০১/০১/২০০৪ তারিখে একটি মেশিন ক্রয় করে এবং ১০% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। ৩১/১২/২০০৭ তারিখে মেশিনের অবচয় ১৪,৫৮০ টাকা ধার্য করা হল। মেশিনটির ক্রয়মূল্য কত?