ক ও খ দুইজন অংশীদার ৭:৫ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। তারা গ-কে নতুন অংশীদার হিসেবে অন্তর্ভূক্ত করল এবং ৫:৩:২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের চুক্তিনামা হল। ক ও খ এর অনুপাত কত?

  • ৫:৭

ক ও খ একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার যারা ২:১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে নিতো। তারা গ-কে ২/৫ অংশ লাভ দেবে এই শর্তে ব্যবসায় নিলো। এক্ষেত্রে তাদের নতুন অনুপাত কত হবে?

  • ২:১:২

ক ও খ একটি ব্যবসায়ের অংশীদার। খ প্রতি মাসের ১৫ তারিখে ব্যবসায় হতে ২,৫০০ টাকা উত্তোলন করে। তার উত্তোলনের উপর ১,১২৫ টাকা সুদ হলে, সুদের হার কত?

  • ৭.৫%

রহিম ও করিম একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের লাভ লোকসানের অনুপাত ৩:২। তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ৳ ৮,০০,০০০ ও ৳ ৪,০০,০০০। তাদের উত্তোলন ছিল যথাক্রমে ৳ ৩৬,০০০ এবং ২৪,০০০। মূলধনের উপর ৫% হারে ও উত্তোলনের উপর ২% হারে সুদ ধরার পূর্বে লাভ ৳ ১০,৮০,০০০ হলে রহিমের মুনাফার পরিমাণ কত?

  • ৳৬,১২,৭২০

দুই জন অংশীদারের মূলধনের অনুপাত ৫:২। তৃতীয় একজনকে ১/৪ অংশ মূলধন বিনিয়োগের শর্তে ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মূলধনের নতুন অনুপাত কত হবে?

  • ১৫:৬:৭

ক ও খ দুজন অংশীদার লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ৮:৫। গ-কে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করায় তাদের নতুন অনুপাত দাঁড়ায় ৬:৪:৩। ক ও খ এর ত্যাগকৃত অনুপাত কত?

  • ২:১

ABC Ltd. এর যন্ত্রপাতি হিসাবে ১৯৮৭ সালের ১লা জানুয়ারীতে ডেবিট জের ছিল ১,৪৭,৩৯০ টাকা। কোম্পানি এই যন্ত্রপাতিটি ১৯৮৪ সালে জানুয়ারি মাসে ক্রয় করে এবং তখন থেকেই ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। কিন্তু ১৯৮৭ সালে কোম্পানি অবচয় নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং অবচয় হার অপরিবর্তীত রেখে সরল রৈখিক পদ্ধতিতে তা ১৯৮৪ সাল হতে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৭ সালে ৫০,০০০ টাকার অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করা হয়।

১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর হিসাব বৎসর সমাপ্ত হলে নতুন পদ্ধতি কার্যকর করার ফলে কত টাকা অবচয় বেশী দেখানো যাবে?

  • ১৫,৩৯০ টাকা

একটি সরঞ্জাম (Equipment) তিন বছর আগে ৫০,০০০ টাকায় কেনা হয়। সরল রৈখিক পদ্ধতিতে বাৎসরিক ১৫% হারে অবচয় ধার্য করা হয়। তৃতীয় বছর শেষে সরঞ্জামাদি ২৫,০০০ টাকায় বিক্রয় করা হয়।

এই বিক্রয়ে কত টাকা মুনাফা বা ক্ষতি হল?

  • ২৭,৫০০ টাকা ক্ষতি