সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।
২০০৬ সালের শেষে সবুজের মূলধনের জের কত টাকা ছিল?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৩৯৫)
ক, খ ও গ এর লাভ-ক্ষতি বণ্টনের হার ২:২:১। ক কমিশন পূর্ববর্তী নীট লাভের উপর ২০% হারে ১৫০০০ টাকা কমিশন পেল। লাভের অংশ বাবদ গ কত টাকা পাবে?
সোহানা, শাপলা এবং শালুক একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ লোকসান বণ্টনের অনুপাত ৪:৩:২। বছরের মাঝামাঝি সময়ে শাপলা ব্যবসায় থেকে অবসর গ্রহণ করলে, সোহানা এবং শালুক অনুপাত কত?
মি. সচিন একটি অংশীদারী ব্যবসায়ের অংশীদার। যিনি একটি নির্দিষ্ট হার সুদ সারা বছর যাবত মাসের মাঝামাঝি সময়ে ৩০০০ টাকা করে ব্যবসায় হতে উত্তোলন করেন। তার হিসাবে উত্তোলনের সুদ বাবদ ৯০০ টাকা হিসাবভুক্ত হলে, সুদের হার কত?
সাকিব এবং সাদাত একটি অংশীদারি ব্যবসায়ে অংশীদার যাদের লাভ-হিসাবের ক্রেডিট ব্যালেন্স ২,৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে সাকিব কমিশন চার্জের পরবর্তী নীটলাভের উপর ৫% কমিশন পাবে। সাকিবের কমিশন কত?
৫:৩ অনুপাতের লাভ লোকসান বণ্টন করার শর্তে ক ও খ কসমস এন্টারপ্রাইজেস এর অংশীদার। তারা ১/৬ ভাবে লাভ-লোকসান দেওযা শর্তে গ কে নতুন অংশীদার কর। নতুন লাভ লোকসান বণ্টন অনুপাত হল ৩:২:১। নিম্নোক্ত অনুপাতগুলোর মধ্যে ত্যাগ অনুপাত কোনটি?
ক, খ ও গ একটি কারবারের সমান অংশীদার্ খ অবসর নিল। তার সুনাম হল ৯,০০০ টাকা। অবশিষ্ট অংশীদারগণ ৩:২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের নতুন শর্তে ব্যবসা চালানোর সিদ্ধান্ত নিল। প্রতিষ্ঠানের নতুন বইতে সুনাম দেখাতে হবে না। নিম্নোক্ত অনুপাত গুলি হতে লাভের অনুপাত বের কর?
রহিম এবং করিম একটি ব্যবসায়ের দুইজন অংশীদার। তারা ৪:১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের চুক্তিতে আবদ্ধ। আলীমকে তারা এই ব্যবসায় ২/৫ অংশ শেয়ার দিয়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। আলীম সুনাম বাবদ ৫০,০০০ টাকা এবং মূলধন বাবদ ৫০,০০০ টাকা প্রদান করেছে।
প্রদত্ত অনুপাতগুলো হতে রহিম, করিম ও আলীমের নতুন লাভ-ক্ষতি বণ্টন অনুপাত চিহ্নিত কর?