ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে, কোনটি সত্য?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১১৫৫)
P-এর মান কত হলে, 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
কোন সংখ্যাটি √2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
2x^2-x-3 এর উৎপাদক কী কী ?
চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে কি বলা হয়?
a^4+4 এর উৎপাদক কী কী?
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পাথর্ক্য কত টাকা?
y=3x+2, y =-3x+2 এবং y=-2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক দল ৫ জন বালিকার সংঙ্গে খেলছে, দ্বিতীয় বালক দল ৬ জন বালিকার সংঙ্গে খেলছে; এভাবে শেষ বালক দল সবকটি বালিকার সংঙ্গে খেলছে।
যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?
একটি সমবাহু ষড়ভুজের অভন্ত্যরে অঙ্কিত বৃহতম বৃত্তের আয়তন ১০০n হলে, ঐ ষড়ভুজের আয়তন কত?
কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশী। সংখ্যাটি উহার অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটি কত?
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ ডিগ্রি কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?
এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে বন্টন করে দিল এভাবে, প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?
এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত?