টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্যসমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১১৫৪)
১, ১, ২, ৩, ৫, ৮, – এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত?
২ এবং ৩২-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
কে গণিতবিদ নন?
f(x) = x^2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
১০টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত?
২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r এর মান কত?
একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?
গোলকের ব্যাসার্ধ ৫০% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
টেবিলের মূল্য চেয়ারের মূল্য অপেক্ষা ৪০০ টাকা বেশি। যদি ৬টি টেবিল ও ৬টি চেয়ারের মূল্য ৪৮০০ টাকা হয়, চেয়ারের মূল্য টেবিলের চেয়ে শতকরা কত কম?
২০টি কলম বিক্রয় করে একজন দোকানদার ১০০টি কলমের ক্রয়মূল্যের সমান লাভ করে। তার লাভ কত?
৪০টি দ্রব্যের বিক্রয়মূল্য ৫০টি দ্রব্যের ক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কিংবা ক্ষতির পরিমাণ কত?
বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্র শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিলোমিটার। নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
৮, ১১, ১৭, ২৯, ৫৩ এভাবে পরবর্তী সংখ্যাটি কত হবে?
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
৫ঃ১৮, ৭ঃ২ এবং ৩ঃ৬ এর মিশ্র অনুপাত কত?
সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ১৩৫ ডিগ্রি হলে, এর বাহুর সংখ্যা কত?