স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে রনি, মারুফ ও মাহিন অংশগ্রহন করে। মারুফ ও মাহিন একত্রে ৫৩২ ভোট পেল। মারুফ মাহিন অপেক্ষা ১৮ ভোট কম পেল। মাহিন কত ভোট পেল?
  • ২৭৫ টি।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে রনি, মারুফ ও মাহিন অংশগ্রহন করে। মারুফ ও মাহিন একত্রে ৫৩২ ভোট পেল। মারুফ মাহিন অপেক্ষা ১৮ ভোট কম পেল। মারুফ কত ভোট পেল?
  • ২৫৭ টি।
দীনা ও বীণার একত্রে ৯৫০ টাকা আছে। দীনার চেয়ে বীণার ৫৪ টাকা বেশি আছে। যদি বীণার চেয়ে দীনার ৫০ টাকা বেশি থাকত, তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ কত হতো?
  • ৪৫০ টাকা ও ৫০০ টাকা।
১ জন শ্রমিক সপ্তাহে ২১০০ টাকা আয় করেন এবং মাসে ৮৩৫০ টাকা ব্যায় করেন। বাকি টাকা সঞ্চয় করেন। বাকি টাকা সঞ্চয় করেন। ৪৫৫০ টাকা সঞ্চয় করতে তাঁর কত মাস লাগবে? (১ মাস = ৩০ দিন)
  • ৭ মাস।
১ জন শ্রমিক সপ্তাহে ২১০০ টাকা আয় করেন এবং মাসে ৮৩৫০ টাকা ব্যায় করেন। বাকি টাকা সঞ্চয় করেন। বাকি টাকা সঞ্চয় করেন। তার মাসিক সঞ্চয় কত?
  • ৬৫০ টাকা।
৩ টি মোবাইল ফোন ও ২ টি টেলিভিশনের দাম একত্রে ৯৮,০০০ টাকা। ১ টি মোবাইল ফোনের দাম ১১৭৫০ টাকা। ১ টি টেলিভিশন ও ১ টি মোবাইল ফোনর দামের পার্থক্য কত?
  • ১৯৬২৫ টাকা।