৪.৫ মিটার ফিতা শিলা ও মিলা দুইজনে ভাগ করে নিল। শিলার চেয়ে মিলা ১.৩ মিটার ফিতা বেশি নিল। যদি শিলা, মিলা ও রিপা তিনজনে ফিতাটি সমানভাবে ভাগ করে নিত, তাহলে প্রত্যকে কত মিটার করে পেত?
নোট
সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যকে ফিতা পেত (৪.৫ ÷ ৩) = ১.৫ মিটার
সুতরাং, প্রত্যকে ১.৫ মিটার করে ফিতা পেত।