২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন বৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা কী বলে গণ্য হবে?
নোট
২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন বৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা মূলধনজাতীয় ব্যয় বলে গণ্য হবে। কারন, স্থায়ী সম্পত্তির জন্য ব্যয়িত অর্থকে মূলধনজাতীয় ব্যয় বলে গন্য করা হয়।