হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। ডাল ও তেল কিনতে তিনি মোট কত টাকা খরচ করলেন?
নোট
১ কেজি ডালের দাম ১০৫ টাকা
সুতরাং, ৫ কেজি ডালের দাম (১০৫ × ৫) = ৫২৫ টাকা।
আবার, ১ লিটার তেলের দাম ৯৮ টাকা
সুতরাং, ৩ লিটার তেলের দাম ( ৯৮ × ৩) = ২৯৮ টাকা
সুতরাং, ডাল ও তেল কিনতে তিনি মোট খরচ করলেন ২৯৮ টাকা।