রেদোয়ান সাহেব ৪০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল, ৫০৪ টাকায় ১২ কেজি চিনি কিনলেন। এছাড়াও ২ কেজি সয়াবিন তেল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলেন, দোকানদার তাকে ৯৬ টাকা ফেরত দিলেন। তিনি মোট কত টাকার জিনিস কিনলেন?
নোট
তিনি দোকানদারকে দিলেন ১৫০০ টাকা
দোকানদার ফেরত দিলেন ৯৬ টাকা
সুতরাং, তিনি মোট জিনিস কিনলেন (১৫০০ - ৯৬) = ১৪০৪ টাকা।