রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে। ৫ মিনিট অতিক্রান্ত দূরত্বকে ডেকামিটারে প্রকাশ কর।
নোট
রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটলে ৫ মিনিটে ২২.৫ ডেকামিটার দূরত্ব অতিক্রান্ত করবে।
ব্যাখ্যাঃ
রেজা ১ মিনিটে যায় ৪৫ মিটার
সুতরাং, রেজা ৫ মিনিটে যায় = (৪৫ X ৫) = ২২৫ মিটার।
আমরা জানি, ১ ডেকামিটার = ১০ মিটার।
সুতরাং, ২২৫ মিটার = (২২৫ / ১০) = ২২.৫ ডেকামিটার।
সুতরাং, রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটলে ৫ মিনিটে ২২.৫ ডেকামিটার দূরত্ব অতিক্রান্ত করবে।