রহিম বাজার থেকে ৫ লিটার দুধ এবং ২ লিটার ২ ডেসিলিটারের ৫ বোতল খাবার পানি কিনল। দুধ ও পানির পরিমাণের সমষ্টিকে ডেসিলিটারে প্রকাশ করলে কত হবে?
নোট
রহিম বাজার থেকে ৫ লিটার দুধ এবং ২ লিটার ২ ডেসিলিটারের ৫ বোতল খাবার পানি কিনল। দুধ ও পানির পরিমাণের সমষ্টিকে ডেসিলিটারে প্রকাশ করলে ১৬০ ডেসিলিটার হবে।
ব্যাখ্যাঃ
আমরা জানি, ১ লিটার = ১০ ডেসিলিটার।
সুতরাং, দুধের পরিমাণ = ৫ লিটার
সুতরাং, ৫ লিটার = (৫ X ১০) = ৫০ ডেসিলিটার।
আবার,
পানির পরিমাণ = ২ লিটার ২ ডেসিলিটার,
সুতরাং, ২ লিটার = (২ X ১০) = ২০ ডেসিলিটার
এবং ২ লিটার ২ ডেসিলিটার = (২০ + ২) = ২২ ডেসিলিটার।
সুতরাং, প্রতি বোতলে পানির পরিমাণ ২২ ডেসিলিটার,
সুতরাং, ৫ বোতলে পানির পরিমাণ = (২২ X ৫) = ১১০ ডেসিলিটার।
সুতরাং, দুধ ও পানির পরিমাণের সমষ্টি = (৫০ +১১০) = ১৬০ ডেসিলিটার।