যদি রেজা মিনিটে ৫৪ মিটার বেগে হাঁটে, সে এক ঘন্টা কত কিলোমিটার হাঁটতে পারবে?
নোট
যদি রেজা মিনিটে ৫৪ মিটার বেগে হাঁটে, সে এক ঘন্টায় ৩.২৪ কিলোমিটার হাঁটতে পারে।
ব্যাখ্যাঃ
আমরা জানি, ১ ঘন্টা = ৬০ মিনিট, ১ মিটার = ১ কিলোমিটার।
সুতরাং, ৬০ মিনিটে হাঁটে (৫৪ X ৬০) = ৩২৪০ মিটার।
সুতরাং, ৬০ মিনিটে হাঁটে (৩২৪০ ÷ ১০০০) = ৩.২৪ কিলোমিটার।
সুতরাং, রেজা এক ঘন্টা ৩.২৪ কিলোমিটার হাঁটতে পারবে।