মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে। ৫ মিনিটে অতিক্রান্ত দূরত্বকে ডেকামিটারে প্রকাশ কর।
নোট
মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটলে ৫ মিনিটে ২৪ ডেকামিটার দূরত্ব অতিক্রান্ত করবে।
ব্যাখ্যাঃ
মিনা ১ মিনিটে হাঁটে ৪৮ মিটার
সুতরাং, মিনা ৫ মিনিটে হাঁটে (৪৮ X ৫) = ২৪০ মিটার।
আমরা জানি, ১ ডেকামিটার = ১০ মিটার ।
সুতরাং, ২৪০ মিটার = (২৪ / ১০) = ২৪ ডেকামিটার।
সুতরাং,মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটলে ৫ মিনিটে ২৪ ডেকামিটার দূরত্ব অতিক্রান্ত করবে।