মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে, সে এক মিনিটে কত মিটার পথ হাঁটে?
নোট
মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে, সে এক মিনিটে ৪৮ মিটার পথ হাঁটে।
ব্যাখ্যাঃ
আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেন্ড।
মিনা ১ সেকেন্ডে হাঁটে ৮০ সেন্টিমিটার।
সুতরাং, মিনা ১ মিনিট বা ৬০ সেকেন্ডে হাঁটে (৮০ X ৬০) = ৪৮০০ সেন্টিমিটার
আমরা জানি, ১ মিটার = ১০০ সেন্টিমিটার।
সুতরাং, ৪৮০০ সেন্টিমিটার = (৪৮০০ / ১০০) = ৪৮ মিটার।
সুতরাং, সে এক মিনিটে ৪৮ মিটার পথ হাঁটে।